বিয়ে শাদীর কথায় আমাদের দেশে একটা প্রবাদ আছে যে লাখ কথা না হলে বিয়ে হয় না'। আমাদের এইটা বিয়ের আয়োজন না হলেও এত বিশাল একটা আয়োজন যে এতে লাখ কথা হবেই।
সবাই সব কিছু বিনা কথায় মেনে নেবে তা হয় না। সবারি এই আড্ডা নিয়ে ব্যাপক প্রস্তুতি
চলছে। আমরা মেয়েরা ভাবছি কি শাড়ি পড়বো,কিভাবে ছবি তুলবো,কেমন লাগবে ওখানে এতদিন
পর পুরানো মানুষ গুলাকে দেখতে। একটু জটিলতা হয়েছে সেটা আমি মনে করি আর কিছুনা
শুধুমাত্র co_ordination এর অভাব। আর এটার
মুল কারন দুরত্ব। দুই জায়গায় বসে একটা প্রোগ্রাম fix করা চাট্টিখানি কথা না। ওখানে যারা আছেন তারাও আমাদের
শ্রদ্ধাভাজন।
আমার মতে এই সংকট নিরসনের একমাত্র পথ হল প্রতিনিয়ত আপডেট দেয়া। এটা
দুই জায়গা থেকেই হতে হবে। মুল দায়িত্বে যারা আছি বা আছেন আমাদের নিজেদের মধ্যে
প্রতিনিয়ত যোগাযোগ থাকা জরুরি। কতদুর কি হল সেটা নিজেরা জেনে পেইজে জানাতে হবে
তাহলে সবাই যখন জানবে যে কাজ আগাচ্ছে তখন সবাই আরো আগ্রহ নিয়ে এগিয়ে আসবে। এখানে
আমাদের first priority হল যারা অংশগ্রহণ
করবে তারা। আমাদের আয়োজন, কস্ট তখনি
স্বার্থক হবে যখন সবার গোচরে বিষয়টা বিস্তারিত আনা হবে। এই যোগাযোগটা না হবার
কারনেই ভুল বুঝাবুঝি। আমরা বুঝতে পারছিনা আমাদের কি করা উচিত বা কেউ জানতে চাইলে
কি বলবো।
সব ঠিক করে তৈরী থাকাটা খুব জরুরি ঠিক এই মুহুরতে। রাগ হব,বড়দের সাথে কথা কাটাকাটি করবো আবার সব ফেলে কাজ করবো,
উদ্দেশ্য একটাই আড্ডা সফল করা। আমি নিজে যেমন
ঠিক করেছি আমার হাতে কুপন আসার সাথে সাথেই আমি আপডেট দেব কুপন সংগ্রহ করার। এভাবে
প্রত্যেকেই যদি যার যার কাজের আপডেট দেন তাহলে অনেক ভুল বুঝাবুঝির অবসান হবে। পোস্ট দেখলেও অনেকেই হয়ত বুঝতে পারছেনা। আমি নিজেই যেমন ফি এর বিষয় টা প্রথমে
বুঝিনি। family বলতে শুধু যে বাবা মা আর
বাচ্চা অন্তর্ভুক্ত তা বুজেছি কমুর সাথে কথা বলে। তার আগে ভাবছিলাম আমার বোন উরমি,
ও তো আমারই পরিবারভুক্ত, কিন্তু ওর টাকা আলাদা দিতে হবে সেটা ক্লিয়ার ছিলাম না।
অনেকেই হয়ত বলবেন এটা না বোঝার কি আছে। ঠিক এইটাই হয়ত কেউ কেউ বুঝতে পারছে না। তাই
নিজেদের যোগাযোগ আর প্রতিদিন আপডেট এর বিকল্প নেই।
সবশেষে মন থেকেই চাইছি সবকিছু ঠিকভাবে হোক,আমরা একটা স্মরনিয় আড্ডা উপহার দেই সবাইকে।
ধন্যবাদ।
No comments:
Post a Comment