ভিতরে ভিতরে সবসময় আমার একটা গর্ব কাজ করে যে, এই পেজ বা গ্রুপ টা তৈরি র পিছনে আমার একটু হলেও অবদান আছে, দিনের পর দিন ব্যক্তিগত এবং অফিসের কাজ তুলে রেখে এই পেজে সময় দিয়েছি, একটা সময় হতাশ হয়ে Anisur Rahman Reza ভাইকে বলেছিলাম, রেজা ভাই আমি আপনি আর দু একজন ছাড়া কাউকে তো পাচ্ছিনা, তখন রেজা ভাই বলেছিলো অপেক্ষা কর, অনেকেই আসবে, ঠিক তাইই, আজ এই পেজ জমজমাট এক পেজ এ পরিণত হয়েছে, যার মাধ্যমে কিছু কল্যাণকর কাজের পাশাপাশি, আমরা কলোনি বাসীর এক মহা মিলন মেলা বসাতে যাচ্ছি, যা আজ থেকে ৬ মাস আগেও কল্পনা করা যেতনা, সবাই অধীর আগ্রহভরে এ গ্রান্ড আড্ডার জন্য প্রতীক্ষায় আছে। প্রথম বারের মত এ আয়োজন করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি থাকাটা স্বাভাবিক, বরং না থাকাটাই ছিলো অস্বাভাবিক।
প্রায় ৫৫০/৬০০ সদস্য নিয়ে এই গ্রুপ, এতো লোকের একটি গ্রপে কিছু মনমালিন্য, মান অভিমান থাকাটাও খুবই স্বাভাবিক ব্যাপার। আমি সবসময়ই চেষ্টা করে এসেছি যতটুকু সম্ভব নিরপেক্ষ থেকে এই বিবাদ গুলো মিটানোর। একজন স্বাভাবিক মানুষ হিসেবে আমার মাঝেও অনেক সময় মান অভিমান ভর করেছে, তাও চেষ্টা রেখেছি যাতে এটা পেজের উপর কোন বিরুপ প্রভাব না পড়ে।
এর পরেও আমার কোন কাজে যদি সমালোচনা তৈরি হয় বা এই গ্রুপের কোন ক্ষতি হয় এর জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত, সে জন্য প্রয়োজনে আমি সব দায় দ্বায়িত্ব মাথায় নিয়ে সকল দ্বায়িত্ব থেকে সরে যেতে প্রস্তুত। তবে একজন সাধারণ কলোনি বাসী হিসেবে এই গ্রুপের সকল কার্য্যক্রমের সাথে আমি ছিলাম, আছি এবং থাকব।
No comments:
Post a Comment