Saturday, January 9, 2016

ইশ আর একটি বার



ইশ আর একটি বার-----। ছোট এই জিবনের একটি ভালোলাগা। বন্ধুরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জি. কেউ আরো বড় অনেক কিছু। আমি কিছুই না, এই আফসোসটা আমার নাই। আমি আমাকে নিয়ে সুখি।
একটি যায়গাতে এসে মাঝে মাঝে থেমে যায়।
ইশ আর একটি বার ---- দিনগুলি ফিরে পেতাম, হারিয়ে যেতে দিতাম না।

তোমার কুম কমলার লাল টিপ
নাকি বনের দোপাটি
প্রজাপতির পাখা
নাকি তোমার খোপাটি
দূরে ঐ নিল আকাশের লক্ষ তারা জালা
কাছে এই নিলাম্বরির চুমকি জড়ি ঢালা
অপরুপ চন্দ্রকলা না তোমার চন্দ্রহারের গড়ন
কি দেখি পাইনা ভেবেগো
ঐ মেঘের কালো বরন
নাকি তোমার দুটি কাজল কালো নয়ন
কি ভালো পাইনা ভেবেগো
ঐ ঝরনা ধারার চলন
নাকি তোমার দুটি নুপুর বাজা চরন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss