- Ava Abid
মাঘের শেষে গুনগুনিয়ে ফাগুনের হাত ছানি
কান পেতে শুনি যেন কাদের মধুর আগমনী
ওরা নাকি স্বপ্নের ব্যাপারী,
স্বপ্ন নিয়ে আসছে ওরা ২৯ শে জানুয়ারী
মুখে তাদের মায়াবী আবাহন
সে আবাহনে দিতে হল সাড়া
জাদুর ছোঁয়ায় কেড়ে নিল ওরা
আছে যত স্নেহাশীষ আর মায়া
তাইতো মোরা স্বপ্ন দেখি একটি নতুন সকাল
একটি দুপুর --- একটি মধুর বিকাল
প্রাণের মেলার শামিল হব সময় মত যার যার
মোরা ঐতিহ্যবাহী ইস্পাত পরিবার-
এসো ভাই, এসো মোদের সাথে
দেখাবো তোমাদের হীরা, পান্না, মুক্তা, মানিক,
সাথে দেখবো রত্ন আরো অনেক-
রত্নের সাথে দেখবে তোমরা আরো দামী যা
দায়িত্বশীল পিতা মাতা আর রত্ন গর্ভা মা
এমন দিন ও আসতে পারে,
দেশ ব্যাপী বার বার --
রত্ন গর্ভা প্রতিযোগিতায় সেরা হবে
ইস্পাত পরিবার --
----------------------------মোঃ আতিক উল্লাহ
সিনিয়র সিকিউরিটি অফিসার, চিটাগাং স্টিল মিল।
মাঘের শেষে গুনগুনিয়ে ফাগুনের হাত ছানি
কান পেতে শুনি যেন কাদের মধুর আগমনী
ওরা নাকি স্বপ্নের ব্যাপারী,
স্বপ্ন নিয়ে আসছে ওরা ২৯ শে জানুয়ারী
মুখে তাদের মায়াবী আবাহন
সে আবাহনে দিতে হল সাড়া
জাদুর ছোঁয়ায় কেড়ে নিল ওরা
আছে যত স্নেহাশীষ আর মায়া
তাইতো মোরা স্বপ্ন দেখি একটি নতুন সকাল
একটি দুপুর --- একটি মধুর বিকাল
প্রাণের মেলার শামিল হব সময় মত যার যার
মোরা ঐতিহ্যবাহী ইস্পাত পরিবার-
এসো ভাই, এসো মোদের সাথে
দেখাবো তোমাদের হীরা, পান্না, মুক্তা, মানিক,
সাথে দেখবো রত্ন আরো অনেক-
রত্নের সাথে দেখবে তোমরা আরো দামী যা
দায়িত্বশীল পিতা মাতা আর রত্ন গর্ভা মা
এমন দিন ও আসতে পারে,
দেশ ব্যাপী বার বার --
রত্ন গর্ভা প্রতিযোগিতায় সেরা হবে
ইস্পাত পরিবার --
----------------------------মোঃ আতিক উল্লাহ
সিনিয়র সিকিউরিটি অফিসার, চিটাগাং স্টিল মিল।
No comments:
Post a Comment