Wednesday, January 13, 2016

গল্প ২( সত্য কাহিনী অবলম্বনে)


সামনের গ্র‍্যান্ড আড্ডা কে ঘিরে এবার ও খাওয়া দাওয়ার গল্প। গল্প ২( সত্য কাহিনী অবলম্বনে)।

আমার মনে হয় সি-টিইপের পোলাপাইনদের মাথায় একটু ব্যাতিক্রম চিনতা ভাবনা ঘুরপাক খেত। তারই ধারাবাহিকতায় একবার আমরা প্ল্যান করলাম পিকনিক করবো কিন্তু একটু ব্যাতিক্রম ভাবে। আমরা গতানুগতিক মুরগী গরুর মাংস দিয়ে পিকনিক না করে শিকার করা পাখির মাংস দিয়ে পিকনিক করবো। প্ল্যান অনুসারে যারা সিনিয়র যেমন বিপুল ভাই, ডালিম ভাই, পাপ্পু ভাইরা কলোনির বাইরে থেকে পাখি শিকার করবে আর জুনিয়র রা কলোনির ভেতরে। কলোনির বাইরের টার্গেট হল বক, মাছরাংগা আর ভেতরে হল অসহায় জালালি কবুতর। বক ধরার জন্য সিনিয়র রা পুরাতন ছাতার শিক দিয়ে কয়েকটা ফাদ বানাল ফাদের নাম " টেট্টা"। তারা ভোর বেলা তেই বেরিয়ে পরল। আর আমাদের সহায় "গুলাল"। সবাই যে যার মত সাক্সেসফুলি কাজ শেষ করল। আর এইবার রান্নাবান্না হল বিপুল ভাইদের বাসায়। উফ সেই মজা বকের মাংস। Orange Bipul Jahid Hossen Monowar Dalim Dalim Sumon Islam

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss