Saturday, February 13, 2016

গ্রান্ড আড্ডা এবং আমার পোষ্টমটাম


আমার এ লেখাটা গ্রান্ড আড্ডা দুদিন পর লিখে ছিলাম। তখন কলোনীর পরিবেশ অন্য রকম হয়ে যাওয়ায় পোষ্ট করা থেকে বিরত ছিলাম। আবার স্বাভাবিক অবস্থ ফিরে এসেছে---তাই পোষ্ট করা:
______________________________________________________

গ্রান্ড আড্ডা এবং আমার পোষ্টমটাম
---------------------------------মঈন খান

ঈদ ঈদ আনন্দ নিয়ে রওয়ানা হলাম।আমার ছোট কন্যার আবার বাস জার্নিতে ভীষণ রকম এ্যলারর্জি। বাসে উঠাতো দূরের কথা বাসের কথা শুনলেই বমি বমি বলে চিৎকার শুরু করে।তাই বহু ঝক্কি ঝামেলা করে ট্রেনের ২টিকেট যোগার করেছিলাম। ট্রেনে উঠেই দেখি বন্যা তার পুরো টিম নিয়ে আমার দুসিট দখল করে বসে আছে।ওর মেয়েদের মামা মামা চিৎকারে তখন আমি সব যাত্রীদের চোখে পাক্কা মামু। আমার সাথে তারাও আমার ভাগনিদের দেখছে। কবে ট্রেন ভ্রমন করে ছিলাম মনে নেই। এবার জার্নিতে ট্রেনের স্থায়ী বাসিন্দা পেশাদার ভিক্ষক-ফেরিয়ালাদের সাথে নতুন উৎপাত ২ হিজরাকেও দেখলাম। ফেরিয়ালা ভিক্ষক তো ঠেকানো যায় কিন্তু হিজরা ঠেকাবেন কী দিয়ে!! সারাক্ষণ হা হা হি হি করে ২৮/০১/১৬ তারিখ চট্টগ্রাম নামলাম।সংক্ষেপে এই ছিল গ্রান্ড আড্ডার জার্নি।


পরদিনের কথা কী বলবো ! আবগে উচ্ছাসে ভাসতে ভাসতে মূল ভ্যানুতে পৌছলাম। গেটে গলা-গলি থেকে কুস্তা-কুস্তি পর্যন্ত হলো ।সাথে তো গলাফাটানো চিৎকার আছেই । পুরাতন অনেকের সাথে দেখা হচ্ছে। সেলাম-আদাবের সাথে চলছে ইন্টারভূ---এক একজন সামনে এসে দাঁড়িয়ে বলছে ----বলেন আমি কে ? খুব চেনা চেনা লাগে নাম মনে করতে পারি না। যখন ওরা নিজের পরিচয় দেয় বেকুবের মত চেয়ে থাকি। ওরাও মহানন্দে আমার দাড়ি নিয়ে কটিন কঠিন সব উপাধিতে ভূষিত করলো। এর মধ্যে মনে রাখার মত উপাধি হলো----লাদেন, বাংলা ভাই সবশেষে জঙ্গিভাই। সবাই ফিরে গিয়ে ছিলাম পুরাতন আমাদের সিএসএম কলোনীতে।

অনুষ্টান পুরোদমে চলছে কেক কাটা,বেলুন উড়ানো, বাচ্চাদের খেলার ধূম। অন্যরা প্যান্ডেলের ভিতর গোল গোল হয়ে বসে আছে।

হঠাৎ দেখলাম অনুষ্টান কেমন যেন ঝিমিয়ে বা ঝুলে পড়ছে। তাই নিতান্ত গায়ে পড়ে বন্যার আহবানে ষ্টেজে গেলাম। ওদের উপস্থাপনায় ভাগ বসালাম। নানা রকম কথাবার্তায় অনুষ্টান জমে উঠলো। এভাবেই সন্ধা ঘনিয়ে এলো এবং মূল অনুস্ঠান শুরু হলো। প্রথমে ফটো সেসন চললো। কোন ব্যাচ আগে কোন ব্যাচ পরে এনিয়ে মান অভিমানের শেষ নেই। এ জটিল পর্ব সামাল দিতে আমাদের তিন জনের কষ্ট হলেও সুন্দর ভাবেই সব শেষ হলো। নাচ-গানের পর্বের শুরুতে কলোনীর ছেলে মেয়েদের মনমুগ্ধকর পারফর্মেন্স দেখলাম।তবে আমার কাছে বেষ্ট মনে হয়েছে রাজিবের গান এবং (এ মুহুর্তে নাম মনে করতে পারছিনা সম্ভবত বিদ্যুৎদের কেউ হবে) লম্বা করে মেয়েটার নাচ। হঠাৎ করেই মাঝখানে ঢুকে পড়লো প্রফেশনাল শিল্পিরা। তারা যা করার তাই করলো। বয়জেষ্টরা কেটে পড়লো। আমরা যারা মধ্যম সারির বুড়ো তারা একটু পরে ভাগলাম।পরে শুনেছিলাম.....অনেক রাত পর্যন্ত ছেলে মেয়েরা নাচ-গান করে ছিল। সব কিছুই অত্যান্ত সুন্দর ভাবে শেষ হলো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত এ আড্ডার আয়োজনে জড়িত ছিল তাদের অক্লান্ত শ্রমেকে কোন কিছু দিয়ে মূল্যায়ন করা যাবে না। শুধু বলবো তোমরা ছিলে বলেই এতো দিন পর আমরা সবাই একত্রিত হতে পেরেছিলাম। যা স্বরণীয় হয়ে থাকবে আমাদের প্রজন্মের পর প্রজন্ম। এ সব কিছুর প্রধান সম্মনয়কারি ছোটভাই/বন্ধু রেজাকে ধন্যবাদ না দিলে সবাই আমাকে কৃপণ বলবে....তাই রেজা তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

আমার পোষ্টমটাম:
-----------------
এবার নিজের কিছু রোগ-বেহাদির(দোষ ত্রুটির) কথা বলি।আসলে এ বয়সে যা করা উচিৎ তা হচ্ছে দর্শক সারিতে বসে থাকা। কোন ভূতে যে পেলো(!) সব বিচার-বুদ্ধি ভুলে হঠাৎ-ই বন্যার ডাকে ষ্টেজে গিয়ে উপস্থাপনায় কেন যে যোগ দিলাম। এটাই হলো আমার জীবনের দশটা মারাত্মক ভুলের একটা। যা মোটেও ঠিক হয়নি।এ জন্য সত্যই আমি অনুতপ্ত। তবে বয়জেষ্ট হিসাবে আমি তোমাদের কাছে সর্বনিম্ন সন্মানটুকু দাবি করতেই পারি। বিশেষ করে রেজা তুমি আমাকে এবং বন্যাকে(যদিও তানিয়া বন্যাকে ডেকে নেয় এ জন্য তানিয়াকে ধন্যবাদ) ঐভাবে স্টেজ থেকে বিতারিত না করলেও পারতে। তোমার সাথে ছোটবেলা থেকেই আমার বন্ধুত্মপূর্ন সম্পর্ক। তোমার এ অপছন্দের কথা তুমি আড়ালে বললেই পারতে। নি:দিধায় তোমার কাজ হয়ে যেতো।

পরে সবকিছু মেলাতে গিয়ে দেখি তুমি শুরু থেকেই চাচ্ছিলে না আমি ষ্টেজে থাকি। যেমন সবাইকে তুমি যখন একে একে ষ্টেজে ডেকে পরিচয় করিয়ে দিচ্ছিলে তখন তোমার পাশ থেকে ওরা আমাকে ডাকার জন্য বার বার বলছিল তুমি তাতে কর্ণপাত করোনি। বরং এক সময় বিরক্ত হয়ে বললে---সবার শেষে ডাকবো। তুমি নিজেও জান না তোমাদের এসব ছোট ছোট কথা গুলি সবই স্পষ্ট শোনা যাচ্ছিল। আসলে বয়স হয়েছে তো তাছাড়া তোমাদের কে সহজ সরল ভাবে দেখতে দেখতে জটিলতা-কুটিলতা মন থেকে, চোখ থেকে হারিয়ে গিয়ে ছিল।

আমার এ কঠিন ভুলের জন্য আমি সিএসএম কলোনীর সব সদস্যদের কাছে বিশেষ করে এ অনুষ্টানের প্রধান সম্বয়কারী রেজার কাছে দু:খ প্রকাশ করছি। আমাকে নিয়ে তোমাদের যাতে ভবিষতে এমন বিব্রতকর পরিস্থতিতে পড়তে না হয়, তার জন্য আমি মুক্ত হয়ে যাচ্ছি। তোমাদের সাথে খুব সুন্দর সময় কেটেছে। সবার জন্য শুভকামনা থাকলো। Long live CSM colony. Good bye CSM colony.

১৩/০২/১৬
উত্তরা,ঢাকা।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss