- Ripon Akhtaruzzaman
পল্লী কবির-ব্যাপি ভ্যালেনটাইন ডে
ফেব্রুয়ারীর 14 তারিখ হঠাৎ সকাল বেলা
ভালবাসার সমস্ত ভুত পল্লী কবিকে মারে ঠেলা
ভুতের ঠেলায় ভালবাসার গান উঠে যেই গেয়ে
সিড়িঁর উপর কবি দেখেন----- সাহেবের বড় মেয়ে।
দেখেই কবি চমকে গেলেন, থমকে বলেন হায়
কিছু বলার এমন সুযোগ এই বুঝি যায় যায়!
ঠোঁট নরেনা পেটর ভিতর উঠে কথার ঝড়
কেমন আছো? বললেন কবি অনেক ঘামের পর।
শুনে মেয়ে মুচকি হাসে। বলে, ভালো ফাইন
ভুতের ঠেলায় কবি বলেন, হ্যাপি ভ্যালেনটাইন।
কর্ণফুলি নদীর অনেক পানি এভাবে যায় গড়িয়ে
প্রেমের সাগরে ভাসতে থাকেন কবি আর ইয়ে।
ভ্যানেটাইন দিবস পালন করতে
কবি ও ইয়ে যায় সীতাকুন্ড
কবির পাগলামির কান্ড দেখে
মেয়ে বলে-যাদুষ্ট, ‘‘তুমি প্রেমিক ভন্ড”!
এরপরে কি? চাইনিজে যায় বাবার পকেট কাটে
হাতে হাতে ধরাধরি পার্কে দু’জন সুধু হাটে।
নিত্য নতুন গিফট কিনে দেই, পারফিউমের শিশি
ঘোরের ভেতর পার হয়ে যায় কবির দিবা নিশি।
কবি তখন কলেজে পরেন, ও হলো ক্লাস নাইন
হ্যাপি ভ্যালেনটাইন রে কবির হ্যাপি ভ্যালেনটাইন!
লুকানো যায় কোন কিছু? লুকানো কি সোজা!
কদিন যেতেই মেয়ের বাবা ময়ের সব হয়েছে বোঝা
কবির উপর জারি হলো কঠোর কঠোরআইন
হ্যাপি ভ্যালেনটাইন রে কবির হ্যাপি ভ্যালেনটাইন!
মেয়ের সঙ্গে কথা বন্ধ-বললে হুলস্থল
ত্যাজ্জ্য করার হুমকি সুনে কবি খামচে ধরে চুল
দেবদাসদের পেছন পেছন দিতে হবে লাইন!
হ্যাপি ভ্যালেনটাইন রে কবির হ্যাপি ভ্যালেনটাইন!
মেয়ে যত বোকা বোকা কবি কিন্ত ততই চালু
ইচ্ছে হলেই দিতে পারে সবার চোখে বালু।
কবি জোগার করে দুই পাতি ক্যাডার ও আমায়
অট্টালিকা থেকে মেয়েটা কে এক কাপুড়ে নামায়
বন্ধুরা সব কাজী ডেকে কবিকে করায় সাইন
হ্যাপি ভ্যালেনটাইন রে কবির হ্যাপি ভ্যালেনটাইন!
(সংকলিত)
পল্লী কবির-ব্যাপি ভ্যালেনটাইন ডে
ফেব্রুয়ারীর 14 তারিখ হঠাৎ সকাল বেলা
ভালবাসার সমস্ত ভুত পল্লী কবিকে মারে ঠেলা
ভুতের ঠেলায় ভালবাসার গান উঠে যেই গেয়ে
সিড়িঁর উপর কবি দেখেন----- সাহেবের বড় মেয়ে।
দেখেই কবি চমকে গেলেন, থমকে বলেন হায়
কিছু বলার এমন সুযোগ এই বুঝি যায় যায়!
ঠোঁট নরেনা পেটর ভিতর উঠে কথার ঝড়
কেমন আছো? বললেন কবি অনেক ঘামের পর।
শুনে মেয়ে মুচকি হাসে। বলে, ভালো ফাইন
ভুতের ঠেলায় কবি বলেন, হ্যাপি ভ্যালেনটাইন।
কর্ণফুলি নদীর অনেক পানি এভাবে যায় গড়িয়ে
প্রেমের সাগরে ভাসতে থাকেন কবি আর ইয়ে।
ভ্যানেটাইন দিবস পালন করতে
কবি ও ইয়ে যায় সীতাকুন্ড
কবির পাগলামির কান্ড দেখে
মেয়ে বলে-যাদুষ্ট, ‘‘তুমি প্রেমিক ভন্ড”!
এরপরে কি? চাইনিজে যায় বাবার পকেট কাটে
হাতে হাতে ধরাধরি পার্কে দু’জন সুধু হাটে।
নিত্য নতুন গিফট কিনে দেই, পারফিউমের শিশি
ঘোরের ভেতর পার হয়ে যায় কবির দিবা নিশি।
কবি তখন কলেজে পরেন, ও হলো ক্লাস নাইন
হ্যাপি ভ্যালেনটাইন রে কবির হ্যাপি ভ্যালেনটাইন!
লুকানো যায় কোন কিছু? লুকানো কি সোজা!
কদিন যেতেই মেয়ের বাবা ময়ের সব হয়েছে বোঝা
কবির উপর জারি হলো কঠোর কঠোরআইন
হ্যাপি ভ্যালেনটাইন রে কবির হ্যাপি ভ্যালেনটাইন!
মেয়ের সঙ্গে কথা বন্ধ-বললে হুলস্থল
ত্যাজ্জ্য করার হুমকি সুনে কবি খামচে ধরে চুল
দেবদাসদের পেছন পেছন দিতে হবে লাইন!
হ্যাপি ভ্যালেনটাইন রে কবির হ্যাপি ভ্যালেনটাইন!
মেয়ে যত বোকা বোকা কবি কিন্ত ততই চালু
ইচ্ছে হলেই দিতে পারে সবার চোখে বালু।
কবি জোগার করে দুই পাতি ক্যাডার ও আমায়
অট্টালিকা থেকে মেয়েটা কে এক কাপুড়ে নামায়
বন্ধুরা সব কাজী ডেকে কবিকে করায় সাইন
হ্যাপি ভ্যালেনটাইন রে কবির হ্যাপি ভ্যালেনটাইন!
(সংকলিত)
No comments:
Post a Comment