এক বন্ধুর ( বালিশের) বিয়ের অনুষ্ঠান, সব বন্ধুরা বিয়েতে আসলো, অনেক ব্যাস্ততা এবং ঝামেলার মধ্যে থাকায় সব কিছুর ব্যাবস্থা করলেও কিভাবে যেন পাগড়ীটা বাদ পড়ে গেলো !!! এখন কি উপায় !!!
এক বন্ধু বললো কিরে বালিশ, তুই টুপি পরেই বিয়ে করবি নাকি ? আমি তোর পাগড়ীর ব্যাবস্থা করছি, একদিনের জন্য পাগড়ী কিনে কাজ নেই, অত:পর বন্ধুর দেয়া পাগড়ী পরেই দুই বন্ধু মিলে গেটে দাড়িয়ে বিয়েতে আগত অতিথিদের অভ্যর্থনা জানাতে লাগলো,
১ম অতিথি :...... বাহ তোমাকে অনেক সুন্দর লাগছে smile emoticon
বন্ধু :........... সুন্দরতো লাগবেই, বালিশের মাথার পাগড়ীটা আমার শশুর বাড়ী থেকে আমাকে দিয়েছিলো, ইন্ডিয়া থেকে আনা, ২০ হাজার টাকা দাম !!!
বালিশ :.......তোকে কেউ পাগড়ীর কথা জিজ্ঞেস করছে? তুই আগ বাড়িয়ে এত কথা বলিস কেন ?
বন্ধু :........... তুই আমার পাগড়ী পরে বিয়া করবি, আর আমি এটা বলতে পারবো না ? এটা কিন্তু অন্যায় !!!
বালিশ :........ দোস্ত, পাগড়ীর ব্যাপারে এত কিছু ডিটেইলস বলার দরকার নাই
----------------------
২য় অতিথি :......বাহ তোমাকেতো আজ দারুন লাগছে, একেবারে পারফেক্ট জামাই
বন্ধু :................ পারফেক্ট জামাই না লেগে উপায় আছে, শেরওয়ানী, জুতা, মোজা সব কিছু ওর নিজের কেনা, তবে পাগড়ীটা কিন্তু আমার !!!
বালিশ :............ তুই আবার আগ বাড়িয়ে পাগড়ীর কথা বলছিস !!! তোর আগ বাড়িয়ে এত কথা বলার দরকার কি? এটা কিন্তু অন্যায়
বন্ধু :................এবারতো আমি তোর কথাও বলেছি, আর পাগড়ীর ব্যাপারে আগের মত ডিটেইলসতো বলি নাই, শুধু বলেছি পাগড়ীটা আমার !!!
বালিশ :...........দোস্ত প্লিজ, দোহাই লাগে, তুই পাগড়ী কার এইটা নিয়ে কোন কথাই বলিস না
বন্ধু :............... ঠিক আছে, তুই যখন বলছিস এটা অন্যায়, তাহলে বলবো না
----------------------
৩য় অতিথি :........মাশাআল্লাহ, তোমাকেতো শেরওয়ানী আর পাগড়ী মাথায় রাজপুত্রের মত লাগছে
বন্ধু :...................রাজপুত্রের মত না লাইগা উপায় আছে, শেরওয়ানী, জুতা, মোজা সব কিছু বালিশ বেছে বেছে সেরাটা কিনছে, কিন্তু পাগড়ীটা কার কাছ থেকে আনছে, এই ব্যাপারে কোন কথা নাই, আমি কিছু বলতে চাই না, কারন আমি অন্যায় একদম সহ্য করতে পারি না !!!!
মোরাল অফ দ্যা স্টোরি, "ভালো এবং খারাপ এই দুটো উপাদান সব মানুষের মধ্যে বিদ্যমান, ন্যায় এবং অন্যায় হলো যার যার নিজসব দৃষ্টি ভঙ্গীর ব্যাপার "
No comments:
Post a Comment