৮৭./৮৮ সালে ঢাকায় আবহনী /মোহামেডান এর খেলা প্রভাব পড়ত আমাদের কলোনীতে ।ঢাকায় মাঠ কাপাত মহসিন,চুন্নু ,মুন্না,আসলাম,কানন,সাব্বির,কায়ছার হামিদ।আমাদের কলোনীতেও মাঠ কাপাইত আবহনীর হয়ে ইকবাল ভাই,জামশেদ ভাই.,জাফর ভাই,নিরু মামা,রেজুওয়ান ভাই ,জসিম ভাই, তাপস দা আর মোহামেডানে বাবলা ভাই,রেজা ভাই,আনোয়ার ভাই,টিটু ভাই,বাবু দা,শেলি ভাই . রিপন ভাই,শাহিন ভাই আরো অনেকে।সবার নাম মনে নেই।তখন কলোনীতে থমথমে ভাব থাকত।খেলা হত চরম উওেজনা ।হাফটাইমে দেখতাম রেজা ভাই,বাবু দা,তাপস দা কি যেন টানত এফ টাইপ ৫নং এর সিড়ির নীচে।সিগারেট।এটা খাইলে নাকি দম বাড়ে।খেলায় স্পিরিট পাওয়া যেত।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment