একটু আগে অফিসের পিকনিক শেষ করে বাসায় ফিরছি, পথে জয়দেবপুর চৌরাস্তায় জ্যামে আটকে আছি, বসে বসে আমাদের গ্রান্ড আড্ডা আর আজকের পিকনিক নিয়ে চিন্তা করছি। আমাদের গ্রান্ড আড্ডা ছিলো সম্পূর্ন আবেগের সৃষ্টি, প্রাণের টানের একটি অনুষ্ঠান। আর আজকের পিকনিক পুরোপুরি চাকুরীর বাধ্যবাধকতার কারনে যোগ দেয়া লেগেছে। প্রচুর অর্থের যোগান ছিলো, কিন্তু প্রানের কোন টান ছিলোনা। এ থেকে একটা জিনিসই পরিষ্কার হয়ে গেলো যত বড় অনুষ্ঠানেই যাই না কেনো আমার সি এস এম - এর চেয়ে বড় কোন অনুষ্ঠান হতে পারেনা। সিএসএম এর চার পাঁচজন মিলেও যদি একসাথে হই সেটাও আমার কাছে বিশাল ব্যাপার।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment