Sunday, February 21, 2016

গত কয়েকঘন্টা কি চমৎকার কাটলো


গত কয়েকঘন্টা কি চমৎকার কাটলো । আত্মার আত্মীয়দের সাথে কাটানো মুহুর্তগুলো ছিল অসাধারন । স্কুল ছাড়ার পর গত ৫বছরে কোন জাতীয় দিবসেই কোথাও ফুল দিতে যাওয়া হয়নি । আজ র‍্যালি করে যেতে যেতে ভীষন ভাল লাগছিল ।

প্রথমে একা একা লাগলেও পরে সবার সাথে কথা বলে সব ঠিক হয়ে গেলো । 

আমি মোটামুটি গুছিয়ে লিখতে পারলেও বলার ক্ষেত্রে তার উলটো। আমাকে যখন আজ কিছু বলতে বলা হল আমি এতই নার্ভাস হয়ে গিয়ে কি যে অগোছালো কথা বার্তা বলেছি নিজেই জানিনা tongue emoticon

অপেক্ষায় রইলাম ২৬শে মার্চে আবারো এভাবে একত্রিত হওয়ার smile emoticon

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss