Sunday, February 28, 2016

আগে আমাদের এই পেজে কোন একটা পোস্ট কেউ করলে সেটার উপর সবাই হুমড়ি খেয়ে পড়তো


রিপন ভাই Ripon Akhtaruzzaman আর আমাদের সওগাত ভাই নাকি একবার চা দিয়ে কে কয়টা পরোটা খেতে পারে সেটার বেট ধরেছিলেন। খুব সম্ভবত মহসীন কলেজেই বন্ধুদের মধ্যে এই প্রতিযোগিতা হয়েছিল। রিপন ভাই যেখানে চা দিয়ে সর্বোচ্চ ১৮ টা পরোটা খেয়েছেন সেখানে নাকি সওগাত ভাই ২২ টা খেয়ে ফার্স্ট হয়েছিলেন।

রিপন ভাই ১৮ টা খেয়েও হজম করতে না পেড়ে অস্থিরতার কারনে মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করে অবশেষে কম্ফর্টেবল ফিল করেছেন।

আগে আমাদের এই পেজে কোন একটা পোস্ট কেউ করলে সেটার উপর সবাই হুমড়ি খেয়ে পড়তো। তার মানে লাইক আর কমেন্টের সিডর, নার্গিস কিংবা ক্যাটরিনায় ভেসে যেত। এক এক পোস্টে ১৫০/২০০ লাইক পড়লে তার সাথে পাল্লা দিয়ে কমেন্টও করতো প্রায় ১০০ এর উপরে। সেসব কমেন্টের আবার সাব কমেন্ট মানে রিপ্লাইও থাকতো প্রচুর।


কিন্তু ইদানিং আমাদের ছোট ভাই সুজন প্রত্যেককে পোস্টের মানদন্ডে বিচার বিশ্লেষনের কারনে এই পেজে এতই পোস্ট আসছে যে অতিরিক্ত পোস্টের কারনে আগে দেওয়া পোস্টগুলো চাপা পড়ে যাচ্ছে নতুন পোস্টের নীচে। এবং কমেন্টের বেলাতেও কোনটা ছেড়ে কোনটার সাথে তাল মিলাবো এতে রীতিমত হিমসিম খাচ্ছি।। সকালে যারা অফিস কিংবা স্কুল কলেজে বিজি তারা অনেক ভাল ভাল পোস্ট এবং কমেন্ট মিস করছে। রাতে যাই সময় পাওয়া যায় তাতেতো সবগুলো একবারে আউড়ানো সম্ভব হয় না। আজ কিছুটা ফ্রি থাকাতে আমি মোটামুটি সারাক্ষনই ফেবু সাহেবের সাথে ছিলাম। আজ অনেক অনেক ভাল কিছু পোস্ট পেলাম। আমি আজ সবগুলো পোস্টকেই পুরোপুরি ব্যাবচ্ছেদ করেছি। কিন্তু সেসব পোস্টে লাইক কিংবা কমেন্টের তেমন কোন আশানুরূপ অবস্থা দেখলাম না। কারন ওই যে একটা ছেড়ে আরেকটাতে চলে যেতে হচ্ছে।

যাই হোক তার মানে এই নয় যে কম কম পোস্ট করার জন্য বলা হচ্ছে। সবাই অনেক বেশী বেশী করে মজার মজার সুন্দর সুন্দর পোস্ট করুক। এবং পোস্টের এই ম্যারাথন রেসে এই মাসে কে বিজয়ী হয় দেখা যাক। আর সেই গুরুত্ব পূর্ন কাজের অলিখিত দায়িত্ব ছোট ভাই সুজনকেই (সাবিনের ছোট ভাই) দেওয়া হচ্ছে।

বেশী পোস্ট হওয়ার কারনে রিপন ভাইয়ের সেই বাজী'র পরের অবস্থা আমাকে পেয়ে বসেছে। কিছুই মাথায় এবং পেটে রাখতে পারছিনা। সবই বমি করে ফেলে দিচ্ছি। কার পোস্ট বাদ দিয়ে কারটা পড়বো, কারটাতে লাইক দিব বুঝে উঠতে পারছিনা, তাল মিলাতেও পারছিনা।।।

সর্বশেষ বলতে চাই বাবাকে নিয়ে তরুর পোস্ট আর জাবেদের কলোনীর কিছু স্পেশাল প্লেস নিয়ে বিশ্লেষণ টাইপ কিংবা কলোনীর মানচিত্র নিয়ে প্রত্যেককে লিখার যে আহবান তা ছিল অসাধারন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss