Monday, February 8, 2016

আজ এক ছোট ভাইয়ের একটি পোস্ট দেখে খুব ভাল লাগল


আজ এক ছোট ভাইয়ের একটি পোস্ট দেখে যারপর নাই খুব ভাল লাগল, এতে করে আরও যারা লিখার ক্ষমতা রাখে তারা উৎসাহিত হবে, এবার যারা মজার মজার কমেন্টস করেছে তাদের পালা।

আমি মনে করি একটি পোস্টকে জনপ্রিয় করে তোলার পিছনে যারা কমেন্টস করে তাদেরও অবদান আছে। সুতারং কোন একজন ছোট ভাইকে আনুরোধ করছি সুজনের মত যারা প্রতিটা বা বেশির ভাগ পোস্টে কমেন্টস করেছে তাদেরও একটা তালিকা প্রকাশ করতে, এতে করে মেক্সিমাম সদস্যকে একটিভ করতে পারব।

যারা পোস্ট দিয়েছে আর যারা কমেন্টস করে পেজটাকে জনপ্রিয় করেছে তাদের জন্য সামান্য মিস্টির ব্যবস্থা করলাম। সবাই সমান ভাবে ভাগ করে নিও।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss