Tuesday, February 16, 2016

'পরিচিতি'


আড্ডার রেশ এখনও কাটেনি তাই আবারো লিখতে বসলাম।কলোনিতে আমরা সবাই একসাথে বেড়ে উঠেছি। কিন্তু সবাই সবাইকে চিনিনা আবার মুখ চেনা চিনি কিন্তু নাম জানিনা। এমন ও আছে একজন আরেক জনকে চিনতাম কিন্তু কখনও কথা হয়নি। এই CSM গ্রুপে এসে সবাই সবার এতটাই আপন হয়ে গেছে যে আগে যাদের সাথে ভয়ে বা লজ্জায় কখনও কথা হয়নি সবাই একটা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ছোট বড় সবার মধ্যে সম্পর্কটা আরো গভীর হয়েছে।

এবার আসল কথায় আসি আমি ভাবতাম গ্রুপের যখন আছি আমার প্রোফাইল পিকও যখন দেয়া আছে সবাই আমাকে চিনে। কিন্তু আড্ডায় গিয়ে আমার ধারণা ভুল প্রমানিত হলো। সবাইকে যতক্ষননা আমার পুরো নাম বলেছি কেউ চিনতে পারছিলনা। তবে সবাই বললে ভুল হবে এমন কয়েকজন আছে যাদের সাথে জীবনে কখনও কথা হয়নি হয়তো শুধু আত্মার টানে চিনতে পেরেছিল। গাড়ি থেকে নামার সাথে সাথেই দেখা হলো Nazmul Huda আংকেলের সাথে। অনেক বছর পর দেখা। আমি সালাম দিলাম। আংকেল সুন্দর একটা হাসি দিয়ে বললো রনি কেমন আছ? যাও ভিতরে সবাই আছে। মনটাতো সবাইকে দেখার জন্য আগে থেকেই অস্থির হয়ে আছে। যত সামনে যাচ্ছি কলোনির সেই পরিচিত মুখ গুলো। ভীষণ ভালো লাগছিল। Anisur Rahman Reza আংকেলের সামনে গিয়ে দাড়িয়ে সালাম দিয়ে বললাম আংকেল কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? আংকেল মাথায় হাত রেখে বললো আংকেল যখন ডাকছোছ তাহলে তুই আমাদের রনি। মনটা খুশিতে ভরে উঠলো। Chand Sultana বুবুতো দেখা মাত্র রনি তোরে হিডা দেওন লাগবো এতো দেরি করি কিল্লাই আইসত বলে জরিয়ে ধরলো। এইনা হলে আমাদের বুবু। একেই বলে CSM এর টান আত্মার টান। Atiq Csm আংকেল কলোনিতে দেখেছি কিন্তু কখনও কথা হয়নি। সাহস করে ওনার কাছে গেলাম। সালাম দিলাম। 


কিন্তু দুঃখের বিষয় আমাকে চিনতে পারলোনা। আমি বললাম আংকেল আমি ফারহানা ইসলাম রনি। তারপর চিনলেন এবংপাশে ছিল ওনার বউ মানে আমার আন্টির সাথে পরিচয় করিয়ে দিলেন বললেন এটা আমার ভাতিজি।একটু কথা বলে চলে এলাম। Sayed Samee ভাইয়ার সাথে এফ বিতে আগেই কথা হয়েছিল। আমাকে পুচকু রনি ডাকতো। আমি ওনাকে বলেছিলাম আমি কিছু বলবোনা দেখি আড্ডায় গেলে আমাকে চিনতে পারেন কিনা। উনার সামনে গিয়ে দাড়ালাম চুপ করে ছিলাম দেখি ঠিক চিনে ফেললো। সব চেয়ে দুঃখের বিষয় যাদের সামনে বড় হলাম সবসময় খেলতাম তারচেয়ে বড় কথা ওনার বোন আমার বান্ধবী সেই Mohammad Nazrul টিংকু ভাই আমারে দেখে চিনতে পারে নাই। আমি ওনার সামনে গিয়ে বললাম বলেন আমি কে? বলে চিনতে পারছিনা। আমি বলি আজ বলতেই হবে আমি কে? তবুও বলতে পারেনি। এই দুঃখ কোথায় যে রাখি। Mahmudur Rashid Pulak ভাইকে সালাম দিয়ে বললাম ভাই চিনতে পারছেন। উনি ও চিনতে পারেনি। ওনাকে আমার পুরো নামটা বললাম। তারপর উনি বললো ফেবুতে তোমার মুখ লম্বা দেখেছিলাম এখন দেখছি গোল।তাই চিনতে পারিনি। হায় হায়!!! কয় কি?আমি বললাম স্বাস্থ্যের উন্নতি হয়েছে আর কি। আর মোটামুটি সবাই চিনতে পেরেছিল। Jashim Uddin,Jafar Alam Alam,Reajul Islam Shahin,Mohammed Kamar Uddin ভাইয়া আমরা একই বিল্ডিং এ ছিলাম তাই অনেক বছর পর হয়েও চিনতে কষ্ট. হয়নি।Mahmudul Hasan,Abu Naser,Nazim Uddin শাকিল সবার সাথে অনেক গল্প করেছি। সময়টা খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যাচ্ছিল। আর আমার বন্ধুরা সুজন,টিপু, সুমন,তানিয়া, রিতা,রিনি পিংকি, লিপি,সজরু, যুথী, শায়লা, ফেনসি সবাইকে অনেক মিস করছি। আর মুন্নি আপু, বিথী আপু,মুক্তা আপু, তানজিনা আপু আরও অনেক ভাই বোন আছে সবার সাথে এতো বছর দেখা হবার পর আন্তরিকতার টান আরো বেড়ে 
গেছে। অনেক সুন্দর একটা দিন আমরা এক সাথে কাটিয়েছি। Umama Iqbal,Fatema Fatima Binte Iqbal নুজাইমা খালামনি তোমাদেরও অনেক মিস করছি।প্রতি বছর আমরা সবাই যেন এভাবে একত্রিত হতে পারি সেই প্রত্যাশা করি। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের পরিশ্রমে এতো সুন্দর করে অনুষ্ঠানটি সফল হয়েছে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss