Tuesday, February 23, 2016

সি.এস.এম.পেইজের সকল সম্মানিত সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে


সি.এস.এম.পেইজের সকল সম্মানিত সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, গ্র‍্যান্ড আড্ডা পরবর্তী হিসাব অনুযায়ী আমাদের হাতে সর্বমোট ৮৬৫০০ টাকা ক্যাশ আছে। সিনিয়র সদস্যদের সম্মতিতে এই টাকা ষ্টীল মিল কলোনীর প্রাক্তন বাসিন্দা বর্তমানে বিপদগ্রস্ত এবং টাকার সমস্যায় আছেন তাদের প্রদান করার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। সে মোতাবেক নিম্নলিখিত লোকদের টাকা প্রদান করা হবে।

হারুন অর রশীদ(সাবেক চাকুরীজীবী csm) ৩৩০০০ টাকা।
লিটনের স্ত্রী (সামসুল আলম প্রকাশ সামসু নানার ছেলে) ৪০০০০ টাকা।

উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান এ ১৩৫০০ টাকা খরচ করা হয়েছিল।
সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss