Wednesday, March 16, 2016

এক‌টি দুপুর‌বেলা ও অামার স্বাধীনতা :


দুপু‌রের খাওয়া শেষ ক‌রে অামার ছোট ভাই‌ অা‌নোয়া‌র এর প্রিয় "GREEN TEA" পরখ ক‌রে দেখব ভে‌বে এক কাপ হা‌তে নিলাম, ধীর গ‌তি‌তে টি‌ভি রু‌মে ঢুকলাম, চা‌য়ের কা‌পে চুমুক দি‌তেই FEEL করলাম কেন অামার ছোট ভাই এই GREEN TEA এত পছন্দ ক‌রে!!! 

নি‌জের অজা‌ন্তেই কখন যে টি‌ভি রি‌মোর্ট হা‌তে নিলাম টেরই পেলাম না, হই‌তো চা এর স্বাদই এর জন্য দায়ী,,,,,যাক সে কথা, POWER BUTTON চাপ দি‌তেই সেই অ‌তি প‌রি‌চিত ভারতীয় চ্যা‌নেল চো‌খের সাম‌নে ভে‌সে উঠ‌লো, কিন্তু অামার ম‌নের খোরাক ঐ ভারতীয় চ্যা‌নেলগু‌লো নয়,,,হয়‌তোবা অার কেউ দেখ‌ছি‌লো এবং সে অবস্থা‌তেই টি‌ভি বন্ধ ক‌রে‌ছে। যা হোক, কেবল অপা‌রেট‌রের সি‌লেক্ট করা ২০ নম্বর চ্যা‌নেলটা চাপ দিলাম, GTV (gazi tv). নাহ, কোন খেলার পুনঃপ্রচারও নেই। সোজা চ‌লে গেলাম খেলার চ্যা‌নেলগু‌লো‌তে। ৩৮ থে‌কে ৪৭ পর্যন্ত খেলার চ্যা‌নেল। শুরু‌তেই ৩৮ নম্বর চ্যা‌নেল। হ্যাঁ, এটাই‌তো খোজঁ কর‌ছিলাম। বাংলা‌দে‌শের খেলা পুনঃপ্রচার। বাংলা‌দেশ বনাম অায়ারল্যান্ড। শেষ চুমুকটুকু দি‌য়ে চা‌য়ের কাপটা টে‌বি‌লের উপর রে‌খে ঘাড়টা টি‌ভির দি‌কে ফিরা‌তেই সেই "যন্ত্রণাময়" বিজ্ঞাপন বির‌তি। ধুর শালা....‌রি‌মোর্ট হা‌তে নি‌য়ে যেই চ্যা‌নেল চ্যান্জ কর‌তে যাব ঠিক সে সময় টি‌ভি পর্দায় ভে‌সে উঠল নিম্মরুপ:


1971, war between indo-pak.....ইত্যা‌দি ইত্যা‌দি.....ভাল ক‌রে খেয়াল করলাম, কি‌সের বিজ্ঞাপন। bajaj মটরসাই‌কেল এর বিজ্ঞাপন। ১৯৭১ সা‌লে না‌কি পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে যু‌দ্ধে ইন্ডিয়ান নেভীর ব্যবহৃত যুদ্ধ জাহাজ এর মেটাল দি‌য়েই bajaj এর নতুন মটরসাই‌কেল বা‌নি‌য়ে‌ছে। হঠাৎ ম‌নের গহী‌নে এক রকম চাপা কষ্ট অনুভব করলাম। ১৯৭১ সা‌লে যুদ্ধ বাংলা‌দেশ ক‌রে‌ছি‌লো রাজাকার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে। ইন্ডিয়া অামা‌দের শুধু সাহায্যই ক‌রে‌ছি‌লো। কোন ইতিহা‌সের পাতায়‌ তো ইন্ডিয়া বনাম পা‌কিস্তান যুদ্ধ লেখা নেই। বরং বাংলা‌দেশ বনাম পা‌কিস্তান এর যুদ্ধই লেখা অা‌ছে। তাহ‌লে ইন্ডিয়া কেন এই অপপ্রচার চালা‌চ্ছে? ই‌ন্ডিয়া আমা‌দের লা‌খো শহী‌দের ত্যাগ‌কে তুচ্ছ তা‌চ্ছিল্যই ক‌রে‌নি বরং অামার প্রিয় মাতৃভূ‌মি‌কে বি‌শ্বের দরবা‌রে ছোট করার পায়তারা কর‌ছে। 

অা‌মি মু‌ক্তিযুদ্ধ পরর্বতী প্রজন্ম। মু‌ক্তিযুদ্ধ কি ছিল এবং ঐ সময়কার ক‌ঠিন মুহূতর্গু‌লো কখ‌নো নিজ চো‌খে দে‌খি‌নি। প্রিয়জন‌দের মু‌খে এবং বই প‌ড়ে যতটুকু জান‌তে পে‌রে‌ছি। মু‌ক্তিযুদ্ধ সর্ম্প‌কে সেটাই আমার পু‌জিঁ। অার তা‌তেই ঐ বিজ্ঞাপন দেখার পর অামার প্রচন্ড ঘৃণা জ‌ন্মে‌ছে হারামী ইন্ডিয়ার প্র‌তি। সা‌থে প্রচন্ড ধিক্কার ঐ bajaj কোম্পানী‌কে এবং ঐ বিজ্ঞাপন র্নিমা‌ণের সং‌গে জ‌ড়িত সকল‌কে এবং ম‌নে ম‌নে শপথ নিলাম, অামার জীবদ্দশায় অার এক‌টিও ভারতীয় পণ্য ক্রয় কর‌বো না। এমন‌কি সকল বাংলা‌দেশী‌কে উদ্ভোধ্য কর‌বো যা‌তে ভারতীয় কোন পণ্য খ‌রিদ না ক‌রে। জা‌নিনা বাস্ত‌বে এই শপথ অটুট রাখ‌তে পারব কিনা, কারণ অামরা বাংলা‌দেশীরা ইন্ডিয়ার প‌ণ্যের উপর চরম নির্ভরশীল এমন‌কি খাদ্যদ্রব্য পর্যন্তও তা‌দের উপর নির্ভরশীল। তবুও অা‌মি অামরণ তা‌দের দ্রব্য বর্জন ক‌রে যাব, তবুও অামার দে‌শের অপমান সহ্য কর‌বো না। লা‌খো শহী‌দের রক্ত ও হাজা‌রো মা বো‌নের ইজ্জ‌তের বি‌নিম‌য়ে অ‌র্জিত স্বাধীনতা নি‌য়ে যারা ছি‌নি‌মি‌নি খেলায় মত্ত তা‌দের সা‌থে কোন প্রকার বন্ধুত্বপূর্ণ আচরণ অন্ততঃ বাংলা‌দে‌শের মানুষ করুক সেটা অা‌মি চাইনা(এটা আমার ব্য‌ক্তিগত অভিপ্রায়)।

‌বিঃদ্রঃ অা‌মি লেখক নই। তাই লেখার চে‌য়ে পড়‌তেই বেশী পছন্দ ক‌রি। কিন্তু এই feelings টুকু অাপনা‌দের সা‌থে শেয়ার না ক‌রে পারলাম না। কোন প্রকার ভূল হ‌লে দয়া ক‌রে ক্ষমা সুন্দর দৃ‌ষ্টি‌তে দেখ‌বেন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss