Friday, March 4, 2016

আমি ফেসবুক ইউজ শুরু করি ২০১২ সাল থেকে


আমি ফেসবুক ইউজ শুরু করি ২০১২ সাল থেকে, প্রথম দু বছর খালি ছবি পোস্ট ছাড়া আর তেমন কিছু এক্টভিটি ছিলোনা। ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল শুরুর পর থেকে আমি কিছু কিছু পোস্ট দেয়া শুরু করি, প্রথম দিকে ইংরেজিতে লিখলেও পরে বাংলা ইন্সটল করে নেই। ২০১৫ সালের জুলাই আগস্ট থেকে কলোনি নিয়ে স্মৃতি চারন মুলক লেখা পোস্ট করতে থাকি, তার মধ্যে মিঠু ভাইয়ের কোকের কাহিনীতে এত বেশি কমেনটস হয় যে সেখান থেকেই আমরা একটি আলাদা পেজের প্রয়োজন অন্ুভব করি, তারপরের ইতিহাস তো সবার জানা।


আমার টাইম লাইনে যখন লিখতাম তখন নিজের তৃপ্তির জন্য লিখতাম এতে কেউ লাইক দিলো কিনা বা কমেন্টসে অংশ নিলো কিনা অথবা কলোনি নিয়ে স্মৃতিচারণ থেকে পেজের সৃষ্টি হবে কিনা এগুলো কখনো মাথায় ছিলোনা। আমি যখন ব্যক্তি গত ভাবে কোন আলাপ চারিতায় বসি সেখানে কোন না কোন ভাবে কলোনির স্মৃতি উঠে আসেই, ফেসবুকে লিখতে গেলেও ঠিক একই ভাবে কলোনি এসে পড়ে। স্বাভাবিক ভাবেই আমার ঐ লেখাগুলো কারো পছন্দ হতেও পারে আবার নাও পারে আবার কেউ কমেন্টেসের মাধ্যমে আড্ডা দিতেও পারে আবার নাও পারে এটা যার যার ব্যাপার। 

আমার বিশ্বাস এখানে যারা লিখছে সবাই তার শৈশবের আবেগ কে প্রকাশের জন্যই লিখে কোন লাইক কমেন্টেসের জন্য অপেক্ষা করেনা।


No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss