স্কুলে আমি শিশু- শ্রেনীতে পড়ার সময় আমাদের শ্রেনীতে শিক্ষিকা ছিলেন মাকসুদা আপা( Rubayet Hasan এর মা)। তখন অ দিয়ে পড়তাম," অশথ গাছের তলে,খেলব দলে দলে", আ দিয়ে " আকাশ ভরা আলো, আমার লাগে ভাল"। ষ দিয়ে ছিল " ষাড়ে ষাড়ে লড়াই, দূরে সরে দাড়াই"। এখন মাকসুদা আপার ক্লাসে থাকলে হয়ত পড়াতেন, ষাড়ে,ষাড়ে লড়াই, দূরে থেকে তামাশা দেখে যাই"।কারন ইদানীং গ্রুপে সবাই যখন লিখা দেবার কাজে মন দিচ্ছেন, উতসাহ নিয়ে লিখতে চাইছেন, তখন কিছু বিষয় নিয়ে পোস্ট লিখার আগ্রহ টাকে নষ্ট করে দিচ্ছে,মন খারাপ করে দিচ্ছে,আগ্রহ টা হারিয়ে ফেলি।
গ্রুপে ভাল লিখা দেখলে মন ভাল হয়ে যায়,লিখতে ইচ্ছা করে,কিন্তু জটিলতা দেখলে,পারস্পরিক দোষারোপ করা দেখলে মন খারাপ হয়,লিখতে ইচ্ছা করেনা।বুঝিনা এই বিষয় গুলো কেন ঘুরে ফিরে আসে।এখানে ত কেউ অপ্রাপ্তবয়স্ক নয়,অবুঝ নয়,তাহলে এরকম বার বার হয় কেন বুঝিনা।আমাদের মধ্যে সমস্যা থাকলে বাইরের মানুষ সুযোগ নিবে,তামাশা দেখে মজা পাবে।ঘরে মা বাবা,ভাই বোনদের মধ্যে মিল না থাকলে,ঝগড়া হলে ছোট রা কষ্ট পায়,মন খারাপ হয়।গ্রুপের বেলায়ও একই কথা খাটে।তাই এডমিন ভাইদের অনুরোধ করব এ ধরনের পোস্ট গুলো যাতে কম চোখে পড়ে সে বিষয়ে নজর দিতে।এত দিনের এত কষ্ট করে গড়ে তোলা গ্রুপটির সুন্দর অস্তিত্ব টিকিয়ে রাখতে এটা খুব দরকার।
যারা অসুখী তারা অন্যকে সুখি দেখতে পছন্দ করেনা, সুখি মানুষকে অসুখী করাতেই তাদের আনন্দ।এটা তাদের এক ধরনের মানসিক রোগ।আমরা এ ধরনের রোগীগুলোকে এড়িয়ে চলব,গ্রুপের স্বার্থে,পেজের স্বার্থে।ভাল থাকুন সবাই,আনন্দে থাকুক CSM COLONY PAGE
No comments:
Post a Comment