আজ ভালো লাগার দিন। আজ উৎসবের দিন। কে কি ভাবছে আমি জানিনা তবে আমি ভাবছি প্রচন্ড বিস্ফোরনের পর আমরা এখন শান্ত। নিশ্চয় আমাদের মধ্যে আর কোন দু:খ আমাদের জমা নেই। জমা থাকলেও সেটা আমরা ভুলে যাবো। আজ থেকে অতীত নিয়ে আর কোন কথা হবে না। আজ থেকে নুতন করে আমাদের নুতন যাত্রা। গত দুইদিনে কার কি লাভ হয়েছে জানিনা তবে সি এস এম পেইজটা রিফ্রেস হয়ে নুতন যাত্রা শুরু করেছে। আমি আগেও বলেছি ঝগড়া বিবাদ করার জন্য আমাদের অনেক জায়গা আছে এখানে যখন আসব তখন সবাই যেন মনে রাখি এখানে আমি একজন স্টীলার, এখানে সবাই আনন্দ করবো তবে কাউকে কষ্ট না দিয়ে।এখানে আমরা বড়দের সম্মান করবো ছোটদের স্নেহ করবো। কোথাও কোন সমস্যা দেখলে শেয়ার করবো। পাশাপাশি এটাও খেয়াল রাখব গ্রুপ নয় ব্যাচ নয়, পছন্দ অপছন্দ নয় সবাই আমরা আপন।। আমি বিশ্বাস রাখি আমাদের সকল মেম্বার আবেগের কারনে,ভালবাসার তাগিদে সি এস এম মেম্বার হয়েছে।কেউ যদি আমাদের আবেগ আর ভালবাসা নিয়ে ছিনিমিনি খেলার চেস্টা করলে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করবো।আমার বিশ্বাস আমারা সি এস এম মেম্বাররা আজীবন ঐক্যবদ্ব থাকবো। ইনশাল্লাহ।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment