Thursday, March 10, 2016

গতকাল আমি এই পেজের এডমিন থেকে নিজেকে সরিয়ে নেই


গতকাল আমি এই পেজের এডমিন থেকে নিজেকে সরিয়ে নেই। এবং সম্পূর্ন সুস্থ মস্তিস্কে ও কারো দ্বারা প্ররোচিত না হয়েই এই সিদ্ধান্ত নেই। আপাত দৃষ্টিতে সিদ্ধান্ত টি সঠিক ছিলো বলে মনে করি। 

তা স্বত্তেও আবারো এডমিনের দায়িত্ব নেওয়ার জন্য ছোট ভাই বোন দের অনুরোধ, বড় ভাইদের আদেশ অনুরোধ, দুটি ছোট ভাইয়ের গতকাল আমার অফিসে এসে অনুরোধের পর অনুরোধ, এমন কি দেশের বাইরে থেকেও এক বাল্য বন্ধুর অনুরোধ আর ফোনের পর ফোন আমাকে রীতিমত দ্বিধায় ফেলে দিয়েছিল, তাহলে আমি কি ভুল করছি? এত গুলো মানুষের ভালোবাসা স্নেহ নেওয়ার আমি যোগ্য নই, তারপরেও আমার পরম সৌভাগ্য আমি এত গুলো মানুষের ভালোবাসা পাচ্ছি, এত ভালোবাসা স্নেহ দূরে ঠেলে দেওয়ার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি, এই ভালোবাসার স্নেহের লোভ উপেক্ষা করার মত মহা পুরুষও আমি নই।


এতোক্ষন বললাম ভালোবাসার কথা, এবার বলি ঘর টিকিয়ে রাখার কথা, এই সিএসএম পেজ কে আমি আমার ঘর মনে করি, আমার ঘরের ঝগড়া বিবাদ নিয়ে ৩য় কেউ মজা নিবে এটাও আমার জন্য মেনে নেওয়া সম্ভব নয়।

রেজা ভাই মানুষ টার প্রতি আমার অনেক অভিযোগ আছে, মতদ্বৈততা আছে কিন্তু তারপরেও এই লোকটার প্রতি আমার প্রবল দুর্বলতা রয়েছে, উনি যখন আমাকে ইমোশনালী কিছু আদেশ নির্দেশ করেন তা অবহেলা করার শক্তি আমার নেই।

যে কোন কিছু চালাতে গেলে কিছু শৃঙ্খলা মেনে চলতে হয়, সেটা বাচ্চা জন্ম থেকে শুরু করে মৃত মানুষ দাফন পর্য্যন্ত। এই পেজেও এই ডিসিপ্লিন ব্যাপার টা সব চেয়ে জরুরি। যারা এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে। সে যেই হোক। জুনিয়র সিনিয়র পারস্পরিক শ্রদ্ধা বোধ বজায় রাখা খুব জরুরী। কাউ কে ছোট করে নিজে বড় হওয়া যায় না এটি সবার মনে রাখা উচিৎ। যারা এখানে এর আগে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে তারা এডমিন সহ সকলের কঠোর পর্য্যবেক্ষনে থাকবে। ক্ষমা মহত গুন কিন্ত এটাকে যারা দুর্বলতা ভাবছে তারা খুব ভুল করছে।

সিনিয়র জুনিয়ার সকলের সহায়তা নিয়ে এডমিন এখানে পূর্ন স্বাধীন ও নিরপেক্ষ ভাবে কাজ করবে এটাই আমার বিশ্বাস।

সর্বশেষে আবারো বলছি, এতো ভালোবাসা স্নেহ উপেক্ষা করার মত মহা পুরুষ আমি নই। রেজা ভাই আমি আপনার আদেশ মতে এই মূহুর্ত থেকে আমার এই প্রানের পেজের এডমিন দায়িত্ব গ্রহন করলাম, এখন শুধু আপনাদের সদয় সহায়তা চাই।।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss