Friday, May 20, 2016

আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের টিফিন ছিল ইউনুস ভাইয়ের দোকান থেকে


আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের টিফিন ছিল ইউনুস ভাইয়ের দোকান থেকে ১ টাকা দিয়ে নিমকি বিসকুট চারটা,ঝাল আচার,মটর ভাজী আরও কত কি।তা খুব টাকার আট পরিমানেও কম।আবার সকুলে তাহের ভাইকে দিয়ে সিঙগারা আনানো।তাও আবার বাসা তেকে দুই টাকা সবসময় পাওয়া যেতো না। কিনতু এখন আমার ছেলেকে একেক দিন নতুন নতুন সব আইটেমের টিফিন বানাই দিতে হবে।একটা আইটেম দুইবার নিবে না।সকুলে জাওয়ার আগে আজকে কি দিস। এটা হলে নিব ও টা নিব না।মানে এ টিফিন নিয়ে মহা চিন্তাই। একদিন ডিম পরোটা,চপ,কাবাব,পিজজা,বারগার,স্যানডুইস,চমুচা আরও কত কি।সব ঘরে বানাইতে হয় আমাদের ঘরে বাহিরের কোনো খাবার চলে না।তাই সকালে ঘুম ভাঙগলে আমার ওর টিফিন কি দিব এ চিনতা।আমি জানি সব মায়েদের একই অবস্তা।আর আমরা আমমারা দুইটা রুটি যুদি আলু ভাজী দিয়ে দিত কত খুশি হইতাম,কত মজা কটে খেতাম।আর এখনকার বাচচাদের একদম খুশি করা যায় না।একদম বদের হাডিড।তবে আমিও বলেছি আমি তোমাকে নিত্যনতুন মজার মজার টিফিন দিব কিনতু তোমাকে পড়ালেখা আর আমার কথা শুনতে হবে।অবশ্যই সেটাই করে তবে দুষটামিটা সে অনেক বেশি করে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss