গতকাল রাত (১৯/৫/১৬) সাড়ে নয়টার দিকে হোটেলে রুমে ব্যাগ টা রেখেই আবার বাইরে চলে যাই, রাত ১১ টায় রুমে এসে ব্যাগ থেকে কাপড় বের করতে গিয়ে দেখি ব্যাগে আমার ছেলের একটি খেলনা। এটা দেখে বুকের মাঝে কেমন জানি হু হু করে উঠল। বাসায় ফোন করে জানলাম ছেলে ব্যাগের মধ্যে আমার অজান্তেই তার এই খেলনা ( একটি প্লাস্টিক এর ব্যাঙ) দিয়ে দিয়েছে। ব্যাগ খুলেই যাতে খেলনা টি দেখে আমি ভয় পাই সে জন্য সে এটি করেছে, এ ধরনের খেলা সে বাসায় সবার সাথেই খেলে। মনটা ভরে গেল চিটাগাং এসেও তার খেলা থেকে আমি বঞ্চিত হইনি এটা ভেবে।
ফ্যামিলি রেখে এক দিনের জন্যও ঢাকার বাইরে কোথাও গেলে নিজেকে মজা করে স্বাধীন বলি, কিন্তু এ স্বাধীনতার ভিতরেই বুকের মাঝে কোথায় যেন একটা খচখচানি রয়ে যায়। আর এ খচখচানি টা হচ্ছে নিজের সন্তানের জন্য।
No comments:
Post a Comment