Saturday, May 21, 2016

পুরোটা রাস্তায়ই বৃষ্টি ঝড়ছে


পুরোটা রাস্তায়ই বৃষ্টি ঝড়ছে। জানালার পাশে বসে মান্না দের গান শুনতে শুনতে পথ চলতে খারাপ লাগেনা। বৃষ্টি র দিনে মন এমনিতেই আদ্র থাকে, আর যদি মান্নার "কফি হাউজ" গান শুনি তাহলে তো কোন কথাই নেই তার উপর আমি চিটাগাং শহর ছেড়ে চলে আসছি। মন টা আসলেই খুব আদ্র হয়ে আছে।

এই চিটাগাং শহরেই আমার ও আমার ভাই বোনের জন্ম। এ শহরেই আমাদের নাড়ি পোতা। এখানেই জীবনের প্রথম ভালোবাসা, এখানেই কাটিয়েছি জীবনের শ্রেষ্ঠ স্বর্নালি দিন।

এ শহরে এখনো বাস করে আমার অশীতিপর বৃদ্ধা নানী, সদ্য চাকুরী থেকে অবসরে যাওয়া অসুস্থ বড় মামা। আমার এ টুকু উঠে আসার পিছনে আমার মামাদের ভূমিকা বলে বুঝানো যাবেনা।

এ শহরের সাথে আমার আত্মা ও আবেগের সম্পর্ক। জীবন ও জীবিকার তাগিদে এ শহর ছেড়ে চলে আসতে হয়েছে। প্রতিবারই যখন চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসি মন টা কষ্টে ভেংগে যায়। চট্টগ্রামে বসবাসরত রা এদিক দিয়ে সৌভাগ্যবান। অন্ততপক্ষে তাদের এ ব্যাথা উপলব্ধি করা লাগেনা।

সবশেষে দুটি কথা।
I love CSM Colony.
I love Chittagong.

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss