দুর্যোগ পূর্ণ আবহাওয়া তাই আমাদের অফিস ছুটি হয়েছে। প্রচন্ড বাতাস বইছে। কোন রকমে সিটি গেইটে আসলাম। সিটি গেইটে আসার পর দেখি রাস্তায় খুব একটা গাড়ি নাই। যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা সিএনজি আসলো। তাকে বললাম দেওয়ান হাট মিস্ত্রীপাড়ায় যাবো। কত? ভাড়া বললো আকাশ ছোঁয়া। কোন রকমে রাজি করিয়ে সিএনজিতে উঠলাম। রাস্তাঘাট ফাঁকা। একে খান মোড়ে আসার পর ড্রাইভার বললো কোন দিক দিয়ে যাবো। আমি বললাম অলংকার হয়ে পাহাড়তলি বাজার দিয়ে যান। সে আমার কথা না শুনে সোজা পোর্ট কানেক্টিং রোড দিয়ে চালাতে লাগলো। বড়পোল হয়ে এক্সেস রোড দিয়ে আসতে লাগলো। শান্তিবাগের মোড় পার হয়ে আসার পরে দেখলো রাস্তা পানিতে ডুবে গেছে। পানি এত বেশী যে সেখান দিয়ে সিএনজি চালানো সম্বব নয়। কি আর করা? আবার সিএনজি ঘুরালো। এবার বললাম শান্তিবাগ দিয়ে ঢুকে যান। না সে ঢুকবে না। তার কথা সে সরু গলিতে ঢুকবে না। তারপর আবার বড়পোল- নয়াবাজার- দেওয়ান হাট হয়ে মিস্ত্রীপাড়ায় ঢুকলো। শেষ পর্যন্ত আমার দেখানো রাস্তা দিয়েই আসলো। দশ মিনিটের রাস্তা বেশী বুঝার কারনে চল্লিশ মিনিট লাগালো

No comments:
Post a Comment