রাত সাড়ে আটটার পরে কয়েকবার উঁকি ঝুঁকি মাইরা সে ফিক্সড হইছে। কিন্তু সে একা আসছে। আরেক জনকে আনে নাই। মানে ডিশ আসে নাই। তাই খবর, খেলা, মিরাক্কেল কিছুই দেখতে পারি নাই। এফএম রেডিও শুনতে চাইলাম কিন্তু হেডফোন খুঁজে পাচ্ছি না। চারটার পর থেকে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি। তাই এখন ঘুম আসছেনা। সিএসএম পেইজেরেও রোয়ানু পাইছে। ডিশ না থাকাতে সবাই ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। তাই আমাকে বাধ্য হয়ে শুয়ে পড়তে হবে। শুভ রাত্রি।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment