কোন এক নির্দিষ্ট দিনে মা দিবস, বাবা দিবস পালন ব্যক্তি গত ভাবে আমি বিশ্বাস করিনা। মা দিবস বাবা দিবস, সন্তান দিবস, নানা নানি দিবস এই ধ্যান ধারনা টুকুই আমার কাছে ফালতু লাগে। এই সব ধারনা বের হয়েছে পশ্চিমা সংস্কৃতির বানিজ্যিক ঘিলু থেকে। একটা জিনিস খেয়াল করুন, এই মা দিবস বাবা দিবস কোন নির্দিষ্ট তারিখে হয়না, হয় নির্দিষ্ট একটি দিন বা বারে। যেমন মা দিবস মে মাসের দ্বিতীয় রোব বার আর বাবা দিবস সম্ভবত জুলাই মাসের দ্বিতীয় রোববার। রবিবার পশ্চিমা দের সাপ্তাহিক ছুটি। এদের অনেকের বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে বা ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবার পর যে যার মত আলাদা থাকে। তাই এক সাপ্তাহিক ছুটির দিনে তারা ঘটা করে আনুষ্ঠানিক ভাবে কিছু উপহার সামগ্রী নিয়ে মা অথবা বাবার সাথে দেখা করে। সেখানে আন্তরিকতার লেশ কতটুকু আছে সেটাই মূখ্য বিষয়।
আর এই বিষয় গুলোতে আরো তাল দিয়েছে বিশ্বব্যাপী প্রসারিত কিছু উপহার সামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এবং এই সব দিবসের ধ্যান ধারনা তারা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হয়, এবং তাদের সহায়তা করে আন্তর্জাতিক ও দেশীয় কিছু মিডিয়া। এক দিক থেকে বলা যায় ওই সব বানিজ্যিক প্রতিষ্ঠান গুলো ব্যবসায়িক ভাবে পুরোপুরিভাবে সফল।
আমাদের সংস্কৃতিতে মা দিবস বাবা দিবস কোন বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, প্রতিটি দিনই আমাদের মা বাবা দিবস হৃদয়ের আন্তরিকতা থেকেই।
No comments:
Post a Comment