চন্দন চাচী আমার বাসার এতো কাছে থাকে অথচ আমি জানতাম না। চাচীরা ২০০৯ সাল থেকেই মিরপুর ১০ এলাকায় থাকতো আর আমিও প্রায় কাছাকাছি একই এলাকায় থাকি ৯৯ সাল থেকে তারপরও কখনো যোগাযোগ হয়নি। এখন এমন সময় চাচির সাথে দেখা হলো যখন সবকূল হারা এক অসহায় মা।চাচী এখন অবশ্য ইষ্টার্ন হাউজিং পল্লবি থাকেন।
আজ চাচিকে দেখতে গিয়েছিলাম,এটাই চাচির সাথে আমার প্রথম পরিচয়, কলোনিতে উনার সাথে কখনো আমার পরিচয় বা কথা হয়নি। আজ প্র্থম দেখাতে চাচির যে আন্তরিকতা ও স্নেহ দেখেছি মনে হলো যেন কলোনির সেই চন্দন চাচি কে দেখছি। আমাদের কলোনির অনেক কথা বলেছেন। কথা বার্তার বেশির ভাগ সময়ই চাচি ছিলেন আবেগপ্রবণ।

No comments:
Post a Comment