সময় হচ্ছে সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামক শক্তি। সময়ের কারনে অনেকে সবকিছুতেই হেরে যায়, আবার এই সময়ের হাত ধরে আবার অনকের বিশাল জয় আসে। এই সময়ের কারনে অনেক প্রশ্নের কোন উত্তর নেই, আবার অনেক কিছু রয়ে যায় অমীমাংসিত আর রহস্যময় এই সময়ের জন্যই। সময় এত দ্রুত চলে যায় যে পুরানো অনেক হিসাবই মেলানো যায়না। হোঁচট খেতে হয়।
ধুর!!! ছাতার মাথা কি লিখলাম ফেসবুকই জানে। আসলে সনধ্যা থেকে মন খুব বিষন্ন হয়ে আছে।
৯০ এর দশকে টিভিতে ঔষধ কোম্পানি "সিবা গেইগি" (বর্তমানে নোভারটিস) একটি এড দিত, সেখানে একটি ডায়ালগ ছিল " বিষন্নতা একটি রোগ, আজই আপনার চিকিৎসকের পরামর্শ নিন"।
আচ্ছা আমি কোন চিকিৎসক এর পরামর্শ নিব??
No comments:
Post a Comment