আজ সকাল থেকে অনেক বৃষটি হচছিল। বন্যা আপুর প্রোগাম দেখবো বলে ফজরের নামাজের পর আর ঘুমাই নাই বসে ছিলাম কখন সাড়ে আট টা বাজবে আমাদের বন্যা আপাকে দেখবো।এর মাঝে আমার ছেলে আর তার বাবাকেও তুলে দিলাম।আর টিভি দেখতে বসে যখনশুরু হচছেনা দিলাম আপারে ফোন। আপা বলল আমিও বসে আছি দেখার জন্য ঠিক পোনে নয়টায় শুরু হইলো।এতো ভাল লাগছিল আমার জা বলে বুঝানো জাবেনা।আমারছেলে বলে এ খালামনিকে আমি চিনি তো তোমাদের আডডাতে অনেক মজার মজার কথা বলেছে।আমার আপার সব কিছুখুব ভাল লেগেছিল। কথাবলা,ওদের পড়ানোর ষটাইল আর ছাএীদেরও খুব ভাল লেগেছিল।আমি আমার ভাইবোনদর ফোন করে ঘুম থেকে তুলে দেখতে বলেছিলাম।আরও ছুটির দিন আরও বৃষটি।কিনতু আমরা যারা ষটীলার আমরা ঘুমাইতে পারিনি কারন আমাদেরই এক ষটীলার আপুকে সারা দেশ দেখছে,শুনছে। আমার ফিলিংস টা অন্যরকম ছিল তা বলে বুঝানো যাবেনা।আপা আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটা সকাল উপহার দেওয়ায়।ভাল থাকবেন সবাই।

No comments:
Post a Comment