Saturday, May 14, 2016

পরিসংখ্যান রিপোর্টঃ এপ্রিল ২০১৬ (১ এপ্রিল ২০১৬ থেকে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত)


অসুস্থতার (পরিবারের প্রায় সবাই অসুস্থ ছিল) কারণে এপ্রিল ২০১৬ এর পরিসংখ্যান রিপোর্টটা প্রকাশ করতে কিছুটা দেরি হয়ে গেল তাই সবার নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি।

রেকর্ড রেকর্ড রেকর্ড আবারো রেকর্ড। মার্চ মাসের রেকর্ডটা আবারও ভেঙ্গে গেল। এপ্রিল মাসেও লিখালিখি আর লেখকের পদচারনায় ভরপুর ছিল সি.এস.এম পেজটি। প্রতিদিনই অসংখ্য লিখা, পোস্ট, ছবি, ছড়া, কবিতা এসেছে পেজ টিতে। তাই এই মাসেও অতীতের সব রেকর্ড ভঙ্গ হইছে।

যাইহোক এইবার ফলাফল প্রকাশ করি।

# Facebook CSM Colony পেজ এ এপ্রিল ২০১৬ (১ এপ্রিল ২০১৬ থেকে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত) ছোট, বড়, মাঝারি, বাংলা, ইংলিশ, বাংলিশ মিলিয়ে এখনো পর্যন্ত সকল ছোট, বড়, মাঝারি ভাই বোনদের মোট লিখার সংখ্যা (অনুছড়া/পরমাণু ছড়া/হঠাৎ ছড়া/কচুর ছড়া/বাথরুম খেলা/অন্যান্য খেলা বাদে) ৩৫০ টি (এভারেজ ১১.৬৭), যা মার্চে ছিল ২৯৩ টি (এভারেজ ৯.৪৫) এবং আমি আবারও বলেছি যা গত ৯ মাসের মধ্যে সর্বাধিক।

# এপ্রিল মাসে সবচেয়ে বেশি লিখা পোস্ট হয়েছে ২ এপ্রিল ২০১৬ (২৭ টি) আর সবচেয়ে কম লিখা পোস্ট হয়েছে ১১ এপ্রিল ২০১৬ (মাত্র ৪ টি)।

# এপ্রিলে মোট লেখকের সংখ্যা ছিল ৬৫ জন, যা মার্চে ছিল ৫৩ জন, সুতরাং লেখকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১২ জন (২২.৬৪%) আবার মার্চের তুলনায় এপ্রিলে লিখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৭ টি (১৯.৪৫%) ।

# যদি কারো লিখা ভুলবশত বাদ যায় তাহলে ক্ষমা করবেন এবং আমাকে ট্যাগ করবেন। উল্লেখ্য যে এপ্রিলে লিখার সংখ্যা অনেক বৃদ্ধি পাবার জন্য এই মাসের পরিসংখ্যান করতে গিয়ে আমাকে কিছুটা হিমসিম খেতে হইছে।

• এপ্রিল ২০১৬ তে আতিক ভাইয়ের এর লিখা সবচেয়ে বেশি, উনার সর্বমোট লিখার সংখ্যা ৬৩,
• দ্বিতীয় অবস্থান আছে নিয়াজ মোরশেদ জনি, স্কোরঃ ৩৯, 
• তৃতীয় অবস্থান আছে আসলাম উদ্দিন মামুন ভাই, স্কোরঃ ২৫।


নীচে বিস্তারিত দেয়া হলঃ

1. Atiq CSM (63) 
2. Niaz Morshed (39) 
3. Aslamuddin Mamun (25)
4. Mahabub Liton (22) 
5. Towsif Noor Kabbo (18) 
6. Anisur Rahman Reza (15)

7. Mosaddeque Ali (11)
8. Kamar Uddin Komu (11)

9. Farhana Sammi (9)

10. Ahsanul Tarique (8)
11. Umama Iqbal (8)

12. Abu Hena (7)

13. Jashim Uddin (6) 
14. Shajib Dey Apu (6) 
15. Ziaul Hasan (6)

16. Chand Sultana Bonna (5)

17. Abu Naser (4) 
18. Al Amin Billah Shujon (4) 
19. Babu CSM (4) 
20. Paluk (4) 
21. Ripon Akhtaruzzaman (4)

22. Farhana Rony (3) 
23. Jhumur Jhum Jhum (3) 
24. Monirul Islam Liton (3) 
25. Monirul Islam Monir (3) 
26. Nazmul Huda (3) 
27. Sarwar Kamal Tipu (3) 
28. Taskin (3) 
29. Tinku (3)

30. Abida Tabassum (2) 
31. Ahmed Nazim (2) 
32. Anwarul Hoque (2) 
33. Javed (2) 
34. Mahabub Hossain (2) 
35. Nuruddin (2) 
36. Nurul Kabir Niru (2) 
37. Reajul Shahin (2) 
38. Shaila (2) 
39. Shamima Bithi (2) 
40. Taj Uddin Suman (2)

41. Abdullah Al Mamun (1) 
42. ADM Salauddin (1) 
43. Elahi Newyaz (1) 
44. Emrul Huda (1) 
45. Farhana Muna (1) 
46. Farzana Rini (1) 
47. Habibur Rahman (1) 
48. Hamytur Rahman (1) 
49. Imtiaz Yousuf (1) 
50. Jeranah Ferdous (1) 
51. Jewel Khan (1) 
52. Khurshed Alam Manik (1) 
53. Kollol Nag (1) 
54. Mahmudul Hasan Apple (1) 
55. Major Rajib (1) 
56. Masudul Hasan (1) 
57. Moutoshi Boshak (1) 
58. Muntaha Toru (1) 
59. Nahid Urmi (1) 
60. Raseda Hoque (1) 
61. Salauddin Chowdhury (1) 
62. Shafiullah Manik (1) 
63. Sayeed Samee (1) 
64. Tafsi Fariha Munni (1) 
65. Taskiatun Nur Tania (1)




No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss