Saturday, June 18, 2016

সেহেরী র পরে এক কাপ চা খেতে খুব ইচ্ছে করে


সেহেরী র পরে এক কাপ চা খেতে খুব ইচ্ছে করে। বাসার চা না, স্টিল মিল বাজারের খাজা আজমির রেস্টুরেন্ট এর চা, সাথে একটা মুখাগ্নি ( সিগারেট)।লেখার স্বার্থে উল্লেখ করলাম নামটি, গুরুজনেরা ক্ষমা করে দিয়েন।

এক সময় কলোনিতে সেহেরী তে খাওয়ার পর আমি আর Monirul Islam Monir দুজনে মিলে খাজা আজমির হোটেলে গিয়ে চা আর সিগারেট খেয়ে আসতাম। প্রতি রাতের এই চা সিগারেটের পয়সা যোগাড় করাও দুজনের জন্য দুরুহ ছিল। ঔষধ বানিজ্য আর বাজারের টাকা মারিং কাটিং ছিল এ চা সিগারেট খরচের উৎস।

সীমিত টাকা পয়সায় ঐ জীবন টা আসলেই অনেক সুখের ছিল।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss