আজকের ইফতার সংক্রান্ত আতিক ভাইয়ের পোষ্টটা পড়ে ভাল লাগল।পুনরায় একত্রিত হওয়ার প্রয়াস।ইতিমধ্যে স্থান এবং তারিখ নির্ধারিত।সি এস এমের মূল শিকড়টা কিন্তু চট্টগ্রামে।এর কারণ- ভৌগলিক ভাবে সি এস এমের অবস্থানটা চট্টগ্রামে এবং মেঝরিটি স্টিলারের বাস এখনো এই শহরে।অথচ ঢাকার স্টিলাররা একত্রিত হওয়ার ঘোষণা দিলে ও আমরা এখনো উদ্যোগই নিতে পারি নাই।এটা দুঃখজনক।সকল সিনিয়র ভাইদের কাছে অনুরোধ পবিত্র রমজানকে উপলক্ষ্য করে ছোটখাট একটা মিলনমেলার ব্যবস্থা করুন।এতে স্টিলারদের ইউনিটি আরো শক্ত এবং মজবুত হবে বলে আমার বিশ্বাস।
(বিঃ দ্রঃ- প্রয়োজনে সকলের কাছ থেকে চাঁদা কালেকশন করা হউক)
No comments:
Post a Comment