ইচ্ছা শক্তিটাই বড় কথা। আমরা তাদের পাশে দাড়াবো কিনা? আমাদের সাধ্যমত। ইচ্ছা করলেই আমরা পারি। আমরা এর আগেও করে দেখিয়েছি। পাপ্পু অনেক দিন যাবত অসুস্থ। পাপ্পু এখন পঙ্গু। দীর্ঘদিন ধরে সে বিছানায়। প্রচুর টাকার দরকার তার চিকিতসার জন্য। এত টাকা হয়তো আমরা যোগার করতে পারবো না। এমনও হতে পারে, পাপ্পু হয়তো কোনোদিন সুস্থ হবেনা। কিন্তু আমরাতো তার পাশে দাড়াতে পারি। কিছুটা হলেও, আমরা তার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারি। আমাদের এই সহযোগিতার বাড়িয়ে দেয়া হাত, পাপ্পু হয়তো একটু হলেও ভালো থাকবে।
চন্দন চাচি। স্বামী সন্তান হারা একজন অসহায় মহিলা। চাচি নিজেও একজন অসুস্থ মানুষ। বহু কস্টে যিনি দিন যাপন করেন। csm কলোনিতে, চাচি অনেককেই গান শিখিয়েছেন। প্রানবন্ত একজন মানুষ ছিলেন। কিন্তু আজ তিনি বড় অসহায়। এই দুনিয়াতে তার অতি আপনজন বলতে কেও নেই। আমরা একটু ইচ্ছা করলেই চাচির পাশে দাড়াতে পারি। আমাদের এই পাশে দাড়ানোতে, চাচি একটু হলেও ভালো থাকবেন।
একজন ভাই ও একজন মা সমতুল্য চাচির কথা বললাম। তারা দুজনেই অসুস্থ। এই দুইজন স্টিলারের পাশে আমরা আমাদের সাধ্যমত দাড়াবো কিনা, সেটা নির্ভর করছে আমাদের ইচ্ছা আর আন্তরিকতার উপর।
No comments:
Post a Comment