রোজার আগেই একটি ইফতার পার্টি নিয়ে মাথায় প্ল্যান ঘুরছিল, কয়েকজনের সাথে এটা নিয়ে আলাপও করেছিলাম বোধ হয়। রোজার শুরু থেকেই অফিসের কাজের চাপ বেড়ে যাওয়ায় এদিকে আর মন দিতে পারছিলাম না, এর মধ্যে Anisur Rahman Reza Reza] ভাই আর বন্ধু Monirul Islam Monir এর ফোন, দু জনেরই ইফতার পার্টি আয়োজনের ব্যাপারে কথা বলল, আমি তখন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান হাশেম সাহেবের দৌড়ের উপর আছি। রেজা ভাই আর মনিরুল দু জনকেই সেই "সরকারী " টাইপ উত্তর দিলাম "দেখছি"। এদিকে Abdullah Al Mamun অপু ভাই আছেন বারাক ওবামার দেশে আর Rafiqul Islam ভাই সৌদি সফর শেষ করে চায়না মালয়েশিয়া করছেন। ইফতার পার্টি আয়োজন করতে গেলে এই দুজনের সাথেও বসা দরকার।
অবশেষে গত ১৮ জুন সকালেই আধা ঘন্টার নোটিশে ঢাকার ইফতার পার্টির ভেন্যু, মেন্যু আর তারিখ নির্ধারণ করে পোস্ট দেওয়া হলো। এর আগে ২০০০ ব্যাচ আয়োজিত ইফতার পার্টির উদ্যোক্তা হিসেবে Abu Naser এর অভিজ্ঞতার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ সহ যাবতীয় কাজের দায়িত্ব দেওয়া হলো এই নাসের কে।
প্রথম দিকে একটু সংশয়ে ছিলাম অংশগ্রহণকারী হয়তো বেশি হবেনা, এটা নিয়ে ভিতরে ভিতরে একটু টেনশন কাজ করছিল। যাহোক আমরা অভিভূত যে প্রায় ১৪০ জন আমাদের এই ইফতার পার্টিতে অংশ নেয়।অংশ গ্রহনকারীদের প্রতি সেজন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সুদূর ময়মনসিংহ থেকে বন্ধু Anisur Rahman ওরফে জুয়েল " কাকা" আর নারায়ণগঞ্জ থেকে "জ্যাডা" Rezaul Karim লিটনের উপস্থিতি ছিল সবার জন্য আনন্দদায়ক। জুয়েলের সাথে দীর্ঘ ২২ বছর পর দেখা হলো এই ইফতার পার্টির সৌজন্যে।
শত চেষ্টা স্বত্তেও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সে জন্য কষ্ট করে ইফতার পার্টিতে আসা সবার কাছে আয়োজকদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অনুষ্ঠানের সফলতা যতটুকু হয়েছে তার সব কৃতিত্ব অংশগ্রহণকারী সবার।
Amirul Momin চাচা তার ব্যস্ত সময়ের ফাঁকে আমাদের সময় দেওয়া, অসুস্থ শরীর নিয়ে Sewli Akhand খোদেজা আপার আগমন কিংবা চিটাগাং থেকে ঢাকা নেমেই Mosaddeque Ali ভাইয়ের উপস্থিতি আর সুদুর ধামরাই থেকে মেরাজ খান চাচার ইফতার পার্টিতে আসা আমাদের কাজে উৎসাহের উদাহরণ হয়ে থাকবে। এই সব শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
এবার আসি অনুষ্ঠানের আয় ব্যয় নিয়ে। আসলে এটা আয় ব্যয় নয় হবে "ব্যয় আয়"। মানে সরকারি বাজেটের মত আগে ব্যয় বের করে পরে আয় করা হয়েছে।অনুষ্ঠানে মোট খরচ হয়েছে ৬৭,০০০ টাকা। যে পরিমান ব্যয় হয়েছে ঠিক সে পরিমান টাকাই র্নির্ধারিত কয়েকজন ও স্বেচ্ছা প্রদত্ত ব্যক্তিদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যার ফলে কোন টাকা উদ্বৃত্ত বা কোন ঘাটতি হয়নি।
সবার প্রতি আবারো আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
No comments:
Post a Comment