রোজার সময় স্কুল বন্ধ থাকত।আমরা সকাল ১০ টা থেকে প্রায় দুপুর এ যোহরের আযানের আগ পযর্ন্ত ৫ নাম্বার বিল্ডিং এর পাশে সুমনদের নারকেল গাছের নিচে দাবা খেলতাম।কে সবচেয়ে ভাল খেলে তা তখন দেখা যেত।আযানের আগে আগে বাসায় গিয়ে গোসল করে মসজিদে।তখন পাঁচ ওয়াক্ত নামাজ পরতাম সব দল বেধেঁ মসজিদে।আসরের আযানের অনেক আগেই মসজিদে যেয়ে বসে থাকতাম।হাসানের( ৯৪ ব্যাচ)চাচা আযান দিত।তার আযান এর টান ছিল সেইরকম সুমধূর।এখন তিনি কোথায় আছেন তা এখন জানি না।
সবাই কে আল্লাহ সুস্থ ভাবে বাকী রোজা রাখার তৌফিক দান করুন আমিন।
No comments:
Post a Comment