, আজ ঢাকায়, চিটাগাং, চাদপুর, নোয়াখালি ইফতার পাটি হয়েছে,ইফতারে আগে কয়েক দিন সবার সাথে যোগাযোগ করার পর চিন্তা করতাম সবাই আসবে তো তাই বারবার সবাইকে ফোনে তাগিদ দিতাম,বিকাল ৩.৩০মিনিটে আমি ভেনুতে হাজির তখন কেউ আসে নি ৪টার দিকে ধামরাই থেকে রমজান তার বাবা ছোট বোন আসলো তাদের সাথে আলাপ করতে করতে নাসের কে ফোন দিলাম,নাসের সাথে চলে আসলো এর মাঝে বন্যা আপা তিন কন্য নিয়ে হাজির আছর এর আযান দিলো আমি আর নাসের মসজিদের উদ্যেশ এরই মাঝে আমাগো জুয়েল ওরফে জুয়েল কাক্কু ও রেজা ভাই হাজির জুয়েল সৈই ময়মনসিংহ থেকে হাজির সি এস এম এর টানে,নামাজ পড়ে এসে দেখি অনেকে হাজির আস্তে আস্তে সি এস এম কলোনীবাসি বাড়তাছে,একসময় পুরা হাউজফুল আমাদের সকলের প্রাণের আনন্দে জোয়ার আনার যার সবচেয়ে বেশি অবদান সেই তারিক ও এসে হাজির, সবার সাথে সবার দেখাদেখি কোলাকোলি,সবার মনে মুখে অন্য রকম ভাব, এই করতে করতে ইফতারের সময় ঘনিয়ে আসলো গোছালো ভাবে সবাই ইফতার শেষ করলো, এরই ফাঁকে নামাজ পড়ে নিলাম,আবার আডডা এরই ফাঁকে কখন ৮টা বেজে গেলো টের ও পেলাম না ভেনু থেকে বাসায় আসতে ৩০মিনিট লাগে কোনমতে কয়েক জনকে বলে, বড় ভাই বোন ছোট ভাই বোন দেরকে না বলে চলে আসলাম কিছুটা হেটে কিছুটা রিকসা টারপর লেগুনা করে সোজা বাসায় ওজু করে ঠিক সময়মতো নামাজ পেলাম,এই অল্প সময়ের মধ্যে কলোনীবাসি একসাথে কিছুটা সময় কাটানো আমার কাছে বিরাট কিছু পাওয়ার সমান,দোস্ত জুয়েল রতন বড় আপা টিটু ভাইয়ের বোন উমি আপা, রনি আপা,আরো অনেক কে অনেক অনেক বছর পর দেখে মনটা কেমন উতালা হয়ে উঠলো এর রেশ সহজে কাটবেনা,এই যেমন এখন চোখে ঘুম নেই,এই ইফতার পাটি যারাই আয়োজন করে থাকুক আমার এবং সকল কলোনীর বাসি অন্তর থেকে দোয়া ও ভালোবাসা রইলো,(সরি সকলের কাছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আস্তে পারি নাই বলে)
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment