Saturday, July 30, 2016

'ফট' চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ


'ফট' চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ। ফট মানে ফাঁক বা ছিদ্র। আমাদের Shajib Kumer Dey অপু প্রায় সময় একটা শব্দ ব্যবহার করে থাকে। তা হলো "ফট পাইলে দলা হই"। মানে আমরা ফাঁক পেলে একত্রিত হই"। গতকালও আমরা সেইরকম একটি ফাঁক বা সুযোগ পেয়েছিলাম, তাতেই আমরা আবার একত্রিত হয়েছিলাম। আগামী ২০ আগষ্ট রোজ শনিবার সন্ধায় সিএসএম পেইজের বর্ষপূর্তি। এই 'ফট' টাকেও আমরা কাজে লাগাতে চাই। অর্থাৎ আমরা আবার একত্রিত হতে চাই। আপনারা সবাই এর আগে কিছু ফরমালিটিস আছে সেগুলি কমপ্লিট করে সেদিন সন্ধায় চলে আসবেন। কারন গ্র্যান্ড আড্ডার পরে এটাই হবে আরেকটি সান্ধ্যকালীন আড্ডা। আশাকরি সবাই উপস্থিত আমাদের ছোট "দলা" টাকে বড় দলায় পরিনত করবেন। আজকে থেকে আমাদের একটাই শ্লোগানঃ

""সিএসএম এর ভাই বোন
ফট পাইলে দলা হোন""।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss