স্কুলের পরীক্ষার সময়ের দৃশ্যগুলো মনে আসলে এখনো হাসি আসে । পরীক্ষার সময় ক্লাসে ঢুকলেই দেখতাম, বড় ছোট ভেদাভেদ নাই, সব দেয়ালে লিখে সাদা দেয়াল নিউজপেপার এর মত কালো করে ফেলেছে !!! আর কয়েকজন বেঞ্চে লিখার জায়গা নাই, তাই বেঞ্চের উপরে বসে লোহার স্কেল দিয়ে কাঠ মিস্ত্রির মত মনোযোগ সহকারে বেঞ্চ ছেঁচে সাদা করছে নতুন করে লিখার জন্য । স্কুল এর বাহিরের কেউ যদি এই অবস্থায় ক্লাসরুমে আসতো তাহলে বোধহয় এইটাই ভাবতো, “ বাহ পোলাপাইনগুলো কত্ত ভালো, নিজের গরজে দেয়াল আর বেঞ্চ এর মেরামত করতেছে “ হা হা হা

মাহফুজ স্যার, হুজুর স্যার এসে দেয়ালের লিখা পড়তেন আর ওইদিনের পরীক্ষার সাবজেক্ট এর সাথে মিলে গেলে কিছু মুছতেন আর কিছু পরীক্ষার খাতায় লিখা হাতের লিখার সাথে মিলাতেন ।
আজিজ স্যার বলতেন, “ দেখছ ব্যাপারটা !!! বাজানেরা কি সুন্দর শিল্পকর্ম করছে, আজকে কোন বাজানেরা লিখছেন ? “ আর দাঁত কিড়মিড করতে করতে গোঁফ ধরে ঘুরাতেন ।
পিটি স্যার ( হামিদ স্যার ) এসে দেয়ালের দিকে তাকিয়ে হাসতেন আর বলতেন, “হে হে হে ... হেইয়্যে দেয়ালডারে দেহি পরীক্ষার খাতা বানাইয়া ফালাইছে, খাতার মইধ্যে কি লিখবি ?“
No comments:
Post a Comment