Saturday, September 26, 2015

দুঃখিত এভাবে বলার জন্য



আমি ফেসবুকিং করি ২০০৮ সাল থেকে। শুরু থেকেই ফেসবুকে আমি রেগুলার ইউজার। ছাইপাশ যাই লেখি আগে ২/১ টা ব্লগে লেখতাম। পড়ে ব্লগ বাদ দিয়ে ফেসবুকেই যা করার করতাম। বিভিন্ন কমিউনিটি পেজগুলাতে লিখতাম। কমিউনিটি পেজগুলোর বৈশিষ্ট্য হল এখানে অপরিচিত অনেক মানুষ জমায়েত হয়, অনেক মানুষের সাথে পরিচয় হয়। শুরুতে যেকোনো পেজ দারুন ভাবে শুরু হয় কিন্তু যেহেতু সম্পূর্ণ অপরিচিত মানুষের প্লাটফর্ম তাই কারো জন্য কারো দায়বদ্ধতা থাকেনা। তাই একসময় কুরুচিপূর্ণ কিছু মানুষের কারনে পেজ কলুষিত হতে শুরু করে। এমন শুরু হলেই সবাই যে যার মত পেজ থেকে সরে পড়ে। 

CSM পেজটা ভিন্ন মনে হয়েছে আমার কাছে। এখানে সবাই সবার পরিচিত। ছোট বড় ভাইবোন সব। কিছু লেখার আগে সবকটা মুখ মনে পড়ে যে কারো জন্য অপ্রীতিকর কিছু হচ্ছে কিনা। দুঃখের ব্যাপার এখানেও একই জিনিস শুরু হয়েছে। আমি অবাক হলাম ষ্টীলমিল কলোনির কোন বাসিন্দার মানসিকতা এমন নিচু হয় কিভাবে? যাই হোক, আবারো পেজ ছেড়ে যাবার সময় বোধহয় হয়ে এলো।

বিঃদ্রঃ - যারা এমন কুরুচিপূর্ণ লেখা সমর্থন করেছেন (লাইক দিয়েছেন) তাদের রুচিবোধ নিয়েও আমার সন্দেহ আছে। দুঃখিত এভাবে বলার জন্য।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss