Sunday, September 27, 2015

বিকৃত মনা লিখা


কিছুদিন আগে আমি এই পেজে "বিব্রত " নামে একটি লেখা পোষ্ট করেছিলাম, যেখানে আমার কলোনি লাইফের কিছু বিব্রত কর ঘটনার বর্ণনা দিয়েছিলাম, যেগুলো মনে পড়লে এখন হাসি পায়।

কিন্তু আজ এখানে একটি পোস্ট দেখে এখানকার সকল বিবেকবান ও রুচিশীল সদস্যরাও বোধ করি বিব্রত। যাদের কলোনি তে আমরা বড় ভাই হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করে আসছি, এখন ও যাকে একজন অমায়িক সজ্জন লোক হিসেবে দেখে আসছি তাদের কাছ থেকে এ ধরনের লেখা কল্পনাও করতে পারছিনা। বারবার বলে আসছি এই পেজ টি এখন একটি পারিবারিক আড্ডায় পরিণত হয়েছে তারপর ও কিছু কুলাঙ্গার জ্ঞান পাপি এ ধরনের বিকৃত মনা লিখা এখানে পোস্ট করছে, আরো আশ্চর্য হয়ে যাই যখন দেখি কিছু ফালতু রা এটাকে আবার লাইক দেয়। 

যাদের এ ধরনের ফালতু বিকৃত রুচির কিছু লিখতে ইচ্ছে করছে তারা দয়া করে এ গ্রুপ থেকে বের হয়ে যান।এ ধরনের জ্ঞান পাপি আমাদের দরকার নেই। আমরা ভালো কিছু একটা করার চেষ্টায় এখানে মিলিত হয়েছি। দোহাই এখানে বাম হাত দিবেন না। আমরা এখানে ভাই বোন, বাবা মেয়ে, মা মেয়ে পারিবারিক আবহে এখান কার লেখা গুলো উপভোগ করি। জ্ঞানপাপী গন আপনাদের লজ্জা বা বিব্রতভাব না থাকতে পারে কিন্তু আমাদের সবার আছে।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss