- Javed
বিহার রাজ্যের মানুষকে বলা হয় বিহারি। একই ভাবে পাঞ্জাবের মানুষ পাঞ্জাবি, গুজরাটের মানুষ গুজরাটি, রাজস্থানের লোক রাজস্থানি আর বাংলার জনগন বাঙালি।
স্টিলমিল কলোনির মানুষকে কি বলব? একটা পরিচয় তো নিশ্চিত করা উচিত।
স্টিলার?
স্টিলম্যান আর স্টিলওইম্যান??,
স্টিলমিলিয়ান???
বা অন্যকিছু।
বিহার রাজ্যের মানুষকে বলা হয় বিহারি। একই ভাবে পাঞ্জাবের মানুষ পাঞ্জাবি, গুজরাটের মানুষ গুজরাটি, রাজস্থানের লোক রাজস্থানি আর বাংলার জনগন বাঙালি।
স্টিলমিল কলোনির মানুষকে কি বলব? একটা পরিচয় তো নিশ্চিত করা উচিত।
স্টিলার?
স্টিলম্যান আর স্টিলওইম্যান??,
স্টিলমিলিয়ান???
বা অন্যকিছু।

No comments:
Post a Comment