ষ্টীল মিল নিয়ে আমার তেমন অসাধারণ কোন স্মৃতি নাই কিন্তু সেই অতি সাধারণ স্মৃতি গুলাকেই এখন অমুল্য মনেহয়।
ক্লাস ওয়ান টু তে পড়ি মনে হয়,সম্ভবত তখন টিভির অনুষ্ঠান শুরু হত বিকাল 4/5 টায়।একদিন ভরদুপুরে ছোট ভাইয়া বল্ল তাড়াতাড়ি টিভি ছাড়, চোরা অনুষ্ঠান হচ্ছে।চোরা অনুষ্ঠান মানে বেটাইমে রুনা লায়লা,সাবিনা বিবিধ শিল্পীরর গান দেখানো।যাই হোক তাড়াতাড়ি টিভি ছাড়তে গিয়ে প্লাগ লাগাতেই আমি জ্বীন জ্বীন বলে চিতকার করে দশ ফুট দুরে ঘুমন্ত আম্মার উপর পপাতধরনিতল। মানে কারেন্টের শক খাইসিলাম আরকি।
একানব্বই এর জ্বলোচ্ছাসে ছিলাম একতালায়। রাতে এক কাপড়ে দোতালায় লিটু ভাইদের বাসায়।পাশের বাসার ইয়াসমিন আপারাও ছিল।সবাই দোয়া দুরুদ পড়তেসে সাথে কান্নাকাটিও। আমারতো আর কান্না আসেনা, শেষে কি আর করব চোখের পানি ছাড়া কান্নায় শরিক হইলাম।।ভাগ্য ভাল কারেন্ট ছিলনা।
ক্লাস ফোরে পাইসিলাম প্রথম প্রেম পত্র।লজ্জা পাইসিলাম কম, ভয় পাইসি বেশি যদি আম্মা মাইর দেয় আমারে।
সিক্সে চলে গেলাম সম্ভবত c 7 এ।অইখানে আমার রাজিব প্রতিক আর মাহমুদের সাথে অনেক দোস্তি হইসিলো।আহা কি আনন্দ।
যাই হোক বুড়া আংগুলে পেইন হইতেসে। লেখা পড়ে আরাম না পেলে দু:খিত সময় নষ্ট করার জন্য।শুভ রাত্রি
No comments:
Post a Comment