গতকাল গৃহমন্ত্রীকে বললাম---আমার প্রথম প্রেম পত্র কহিনি কলোনীতে ফাঁস করতে চাই। তিনি নিম রাজী। তিনি পুরো রাজি নন কারন নাইকাটি যে তিনি নিজে নন। এর মধ্যে নেটে বসে দেখি বোন Ishrat Jahan Shaila তার প্রথম চিঠির আংশিক বোম ফাটিয়েছেন। তাই দেরি না করে আমারটা ফাটালাম..........সম্ভবত: সেভেনে পড়ি। দিনের মধ্যে তিন বেলা তার সাথে চোখা চোখি হলে তিন বেলাই সে ফিক করে হাসে। আমিও তাই........এক দিন নির্জন দুপুরে সে আমাকে একহাত লম্বা বড় ডান্টার মাথায় ফোটে থাকা ডান্টাসহ ছোট্ট বেলী ফুল দিল।
সে কি আনন্দ আর কাঁপুনি!! দ্রুত ডাটা সমেত ফুল গেঞ্জির নিচে লুকালাম। বাসায় গিয়ে সোজা বাথরুমে ঢুকে আবারও ফুল দেখি। আহা!! সে কি খুশি রে ভাই। এ সংবাদ আর নিজের মধ্যে আটকে রাখতে পারছিলাম না। বন্ধু বাপ্পিকে জানালাম। সে অবাক এবং তার মন খরাপ।কারন অনেক দিন ধরে একজনের সাথে তার চোখা চোখি হয় কিন্তু দেয়ানেয়া নাই। যাক, সিন্ধান্ত নিলাম ভালবাসার কথা বলে চিঠি দিব। সমস্যা হলো কি লিখবো। চুরি করে মেজু ভায়ের প্রেমিকার কয়েকটা চিঠি পরে ফেললাম। তারপর কয়েকবার রাফ করে একটা চিঠি লিখলাম। বাপ্পিকে পড়ে শোনালাম। সে ও-কে করলো। তারপর চলতি পথে নাইকার পার কাছে চিঠি ফেলে দিয়ে দ্রুত কেটে পরলাম।(পাছে এ গর্হিত কাজ কেউ দেখে ফেলে।)
পরদিন দেখি নাইকা দাঁড়িয়ে আছে। সাথে এক সখি ! সে আবার আমার ক্লাস মেট।
কাছাকাছি যেতেই আমার নেড়া মাথার ক্লাস মেট বলে উঠল----“ছি ছি তুমি এ সব কী লিখেছ.... ‘তোমাকে না দেখলে ভাল লাগে না। রাতে ঘুম আসে না’।.....তুমি তো খুব অসভ্য”। মনে হলো আমি মাটির মধ্যে গলা পর্যন্ত ঢুকে গেছি। কোন মতে পালালাম। হায়রে প্রেম!! চিঠির ভাষার কারনে তোর অকাল মৃত্যু..........
No comments:
Post a Comment