আমরা সবাই আজ তারিক কে নিয়ে ব্যাস্ত ছিলাম এবং এটাই ছিলো স্বাভাবিক। এরই ফাকে একজন রয়ে গেল সবার আড়ালে, সে হচ্ছে আমার বন্ধু, দশ টি বছরের স্কুল জীবনের খুবই কাছের সহপাঠী বাবু, যাকে সবাই বুড়া মিয়া নামেই অধিক চিনে, সে তারিকের বড় ভাই।তারিকের চিকিৎসা কালীন সময়ে সে তারিকের সাথেই থাকবে। বুড়া মিয়া জীবনে অনেক কিছুই করতে পারত, নিজের জীবনের প্রতি চরম উদাসীনতা আর খামখেয়ালিপনাতে কিছুই করল না।

ভালো থাকিস বন্ধু, সবসময় সবখানে।
No comments:
Post a Comment