- Mahabub Rasel
অভিনাশ বাবু স্যারে ক্লাস করাটা
ছিলো বিশাল ঝামেলার ব্যাপার, স্যার বোর্ডে অংক
বুঝানোর পর জনে
জনে জিজ্ঞেস করতেন,
" ওই তুই খাড়া,
বুঝছত? "
আমরা
যদি বলতাম বুঝছি
স্যার। তখন স্যার
বলতেন, " কি বুঝছত
? বোর্ডের কাছে আইয়া
আমারে বুঝা !!!" তখন বুঝাতে না পারলে চলতো স্যারের ড্যান্সিং মাইর !!!
এই
ঘটনা দেখে আমরাতো চিন্তিত, কি করা
যায় ?
এইবার
স্যার অন্য আরেকজনের কাছে জিজ্ঞেস করতেন " ওই এইবার
তুই খাড়া, এতক্ষন ধইরা কি বুঝাইছি,
বুজ্জতনি তুই ? " কি আর
করা বুঝছি বললেতো বোর্ডের সামনে গিয়ে বুঝাইতে হবে, না পারলে
চলবে ধোলাই। বলতাম বুঝি
নাই স্যার। তখন স্যার
বলতেন, " কি বুঝছ
নাই ক আমারে?"
এইটাও স্পেসিফিক করে
বলতে না পারলে,
তার উপরেও চলতো
ড্যান্সিং মাইর !!!
স্যারের এই বুঝা, আর
না বুঝা থেকে
মুক্তির উপায় কোনদিন বাহির করতে পারি নাই।
No comments:
Post a Comment