Wednesday, October 28, 2015

বাহাত্তর চুম্বন



(২০১৩ সালের ১১ জুন বগুড়ার একটি পার্ক থেকে বাহাত্তর জোড়া প্রেমিক প্রেমিকাকে স্থানীয় থানার পুলিশ আটক করে এবং অন্যায়ভাবে বাহাত্তরটি মুচলেকায় স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। পরদিন এর প্রতিবাদে একটি কবিতা লিখেছিলাম। যদিও কবিতা দিয়ে কিছু হয়না তবু স্বান্তনা পেয়েছিলাম যে আমি একটি অন্যায় আচরনের প্রতিবাদ করেছি। কবিতাটি একটু ঔদ্ধত্যপূর্ণ। কারো কাছে আপত্তিকর মনে হলে জানাবেন, আমি তুলে নিবো।)
----------------------------------------------------------

বাহাত্তর চুম্বন
------------

আমি বাহাত্তর বার চুম্বন করব
বিপুল জনারণ্যে।
পারলে তুমি ১৪৪ ধারা দাও
চুম্বন থামাতে।


ডাকো তোমার পুলিশ, মিলিটারি,
আসুক সাঁজোয়া যান, জঙ্গি বিমান।
বাহাত্তর বিদ্রোহী চুম্বনে
চুরমার করে দেব সব।

আমি কিউপিডকে খবর দেবো,
ভালবাসার লাখো তীরন্দাজ
প্রনয়ের তীর ফেলে
ঘৃণার বর্শায় বিদ্ধ করবে তোমাকে।

সব পার্কে ময়দানে
ভালবাসার ছাউনি তুলে দেবো
প্রেমিক প্রেমিকা ছাড়া কোন অপোগণ্ডের
সেখানে প্রবেশাধিকার থাকবেনা।

পুলিশ সৈনিককে বাধ্য করব
যেন তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকা
প্রেমিক প্রেমিকাকে ভৎর্সনার বদলে
শুনিয়ে যায় প্রেমের কবিতা।

বাহাত্তরটা মুচলেকা ছিঁড়ে ফেলে
ভালবাসার পায়রা ওড়াব আকাশে।
পারলে তুমি কারফিউ দাও
একশ চুয়াল্লিশ ঠোঁটের চুম্বন থামাতে।



No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss