Saturday, October 31, 2015

সি এস এম টিভি চ্যানেল (২)



ভাবছি চট্রগ্রামে আমাদের সি এস এম টিভি চ্যানেল এর জন্য ব্রাঞ্চ খুলবো , তাই গতকাল রাতে ট্রাকের উপর উঠে চট্রগ্রাম পৌছালাম। চট্রগ্রাম পৌছানোর পরেই রাসেল এর পেট রকেটের মতো ছুটলো । আহ বেচারা ওয়াস রুমের সাথে বন্ধুত্ব করে নিলো

কি আর করা আমাকেই ক্লাস নিতে হবে। জনিরে বুঝাতে হবে কি করে জসিম ভাই কে গুতা দিতে হবে কি করে পুলক ভাই রে পালিস দেয়া লাগবে



ক্লাস শুরু হলোঃ
বলোতো জনি লিভার? আমাদের আতিক ভাই/ কমু ভাই/ মিতু ভাই এর মাথায় চুল নাই কেন?
জনি লিভারঃ বিয়ের পর টাকার চিন্তায় টাকার আকার পরে টাক হয়েছে
শায়লাঃ ওনারা ALL clear shampoo এর মডেল হইছিল তারপর থেকেই সব চুল ক্লিয়ার হয়ে গেছে


নোট করে রাখো কাজে দিবে


রাসেলঃ লিকসার (লেকচার) ভুল দেস কেন ? বল যে মাথায় দ্রোন পরছিল

আমারে এখন ডাক্তার এর কাছে নিয়ে চল অবস্থা ভালো মনে হচ্ছে না
কবিরাজের কাছে নিলে হয় না রাসেল ?
রাসেলঃ হারামি আমি মরলে ভুত হইয়া তোর ঘাড় মটকামু
রাসেল এর অবস্থা ভালো মনে হচ্ছেনা মুরাদ ভাই এর কাছে নেওয়া লাগবে । আজ ক্লাস এইখানেই শেষ

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss