Wednesday, October 7, 2015

মানবিকতা



গতকাল Mashuk Sumon এর পোস্ট পড়ে মন খুব বেদনাসিক্ত হল। পড়া শেষে বারবার মনে হচ্ছিলো না পড়লেই বুঝি ভালো হতো। ছেলেটার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, থাকলে নিশ্চয় আমি তাকে ফোন করে সমবেদনা জানাতাম আর বলতাম এই কলোনির মানুষ স্টিলমিল বন্ধ হবার পর থেকে বরাবরই এমন ঘটনার শিকার হয়েছে। 

স্টিলমিলের কলেজ বাসের কথা মনে আছে? কলোনির অনেক অনেক সুখস্মৃতির মধ্যে কলেজ বাস অবশ্যই একটি। সেই কলেজ বাসে চড়ার জন্য একটা কার্ড ইস্যু করা হতো। সেই কার্ড খুবই হঠাৎ হঠাৎ ট্রান্সপোর্টের লোকজন চেক করার জন্য আসতেন। কলেজ বাসে বাইরের অনেক ছেলে মেয়ে আসা যাওয়া করতো, বিশেষত টিএসপি কলোনির ছাত্রছাত্রীরা। আমরা কখনোই তাদের বাইরের মানুষ হিসেবে ভাবিনি। তারা সিটে বসে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে যাচ্ছি এটা খুবই স্বাভাবিক ছিল। বরং কার্ড চেকের তোড়জোড় হলে আমাদের কার্ড ওদের হাতে দিতাম যেন ট্রান্সপোর্ট অফিসিয়ালরা ওদের নামিয়ে না দেয়। মজার বিষয় ট্রান্সপোর্ট অফিসিয়ালরাও এসব জানতেন। মানবিক কারনেই এসব ওভারলুক করে গেছেন সবসময়। আমরা কলোনি ছাড়ার দু'বছর আগে কলেজ বাস বন্ধ হয়ে যায়।


এতক্ষণ মানবিকতার গল্প বললাম এবার একটু ভিন্ন কিছু বলি।

স্টিলমিল বন্ধ হবার সময়ই টিএসপি কমপ্লেক্সের রমরমা অবস্থার শুরু। দেখতাম ওদের কলোনির মাটির রাস্তা ঝকঝকে পিচ ঢালাই হয়ে যাচ্ছে, নতুন নতুন দালান উঠছে, কলোনির চার দিকের দেয়াল আরো উঁচু করা হচ্ছে। টিএসপি কলোনিতে আমার যাওয়া আসা ছিল। টিএসপি কলোনির মসজিদের পাশের পুকুরে আমি অনেক সাঁতার কেটেছি। তাই ওই কলোনির পরিবর্তনগুলো আমি লক্ষ্য করছিলাম। একদিন দেখি কলোনির বিশাল নতুন গেট টা দুজন উর্দি পরা দারওয়ান পাহারা দিচ্ছে। আমি খেজুরতলা বিচ থেকে ফেরার পথে ভাবলাম টিএসপি কলোনি দিয়ে ঢুকে পিছনের ছোট গেট দিয়ে বেরিয়ে সিমেন্ট কলোনির পাশ দিয়ে প্রিয়াঙ্কা জুয়েলার্সের গলি দিয়ে বেরিয়ে যাই। এমনই করেছি সবসময়। সেদিন গেটে আমাকে আটকে দিলো। কোন বাসায় যাবো না বললে ঢুকতে দেবে না। এরপর ওই কলোনিতে আর কখনো ঢোকা হয়নি। ততদিনে টিএসপির কলেজ বাস চালু হয়ে গেছে আর আমাদের কলেজ বাস নেই। স্বাভাবিকভাবেই আমাদের কিছু ছেলে টিএসপি কলেজ বাসের সুবিধা নিতে চাইলো। ওরা হয়ত ভেবেছিলো ১৫/২০ বছর আমরা ওদের টেনেছি এই দুঃসময়ে ওরা নিশ্চয় মুখ ফিরিয়ে নিবে না। ওরা মুখ ফিরিয়ে নিয়েছিল। আমাদের ছেলেদের ওরা বাস থেকে নামিয়ে দিয়েছিল। ওদের অফিসিয়ালরা না ওদের ছেলেরাই নামিয়ে দিয়েছিল। 

তাই মাশুক সুমনকে বলছি কষ্ট পেওনা। মনে রেখো দুনিয়াতে সবাই স্টিলমিল কলোনির মানুষ না, সবার কাছে মানবিকতা আশা করো না। মানবিকতা শব্দটা শুধু স্টিলমিল বাজারের পূর্ব আর পশ্চিমের দুটি স্টিলমিল কলোনিতেই সীমাবদ্ধ ছিল।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss