Wednesday, October 7, 2015

তরিখটা সেপ্টেম্বর ২



তরিখটা সেপ্টেম্বর ২ হঠাৎ একটি লেখা মনটাকে নারিয়ে দিল। লেখক রেজা ভাই যেভাবে লিখলেন ছোট ভাই তারেককে নিয়ে তাতে আমি আর স্থির থাকতে পারলাম না, সাথে সাথে রেজা ভাইয়ের ডাকে সারা দিয়ে কক্সবাজার যাত্রা করলাম ১ম সভায় অংশগ্রহন করার উদ্দেশে। 

রেজা ভাই, নাজমুলের সাথে যোগাযোগ করলাম, তারা বলল যদি পারিস যতটুকু সম্ভব ক্যাশ নিয়ে আসতে। ব্যাস শুরু হয়ে গেল আমার অভিযান আমার ছোট ভাই দিপু ও তার বৌ মিতা আশ্বাস দিল, চলে গেলাম ছোটবোন মুক্তার বাসায় হালিশহরে, কথাটা বলার সাথে সাথে বোনজামাই বলল ভাইয়া এটা রাখেন, আসার সময় মুক্তাও শরিক হোলো এই মহৎ কাজে। রওনা দিব অমনি মায়ের ফোন আর বকাবকি অপরাধ তাকে বলা হয়নি, আশ্বাস দিলাম পের হবে। 


বন্ধু নাজমুলকে অনুরোধ করলাম মায়ের কাছে যেতে তিনিও থাকতে চান আমাদের সাথে, ধন্যবাদ নাজমুল কথা রাখার জন্য আসল আমাদের কাঙ্কিত সেই সেপ্টেম্বর ৪ তারিখ বিকাল ৪:৩০ দেখা হলো ছোটবড় কতজনের সাথে। কি যে আনন্দ তা বোঝাতে পারবোনা। আড্ডায় সিদ্ধান্ত হলো একটা ফান্ড গঠনের তারিকের জন্য। সবাই একমত গঠিত হলো যৌথ এ্যাকাউন্টের ফান্ড। আমার যতদুর ধারনা আমি, বোন মুক্তা ও বোন জামাই মোশারফই সর্বপ্রথম ফান্ডের সদস্য, যদিও অংশগ্রহনের পরিমান ছিল সামান্য, তাতে কি শুরু যখন হলো তখন হবেই। মাঝে রেজাভাই, নাজমুল ও পুলকের পোষ্ট ফান্ড তেমন বাড়ছে না। মন খারাপ হলেও আশা ছাড়ি নাই, আমার অবস্থান চেষ্টা চালাতে থাকলাম সদস্য বাড়ানোর জন্য। 

অবশেষে গতকাল রেজাভাইয়ের একটি পোষ্ট ও! কি যে আনন্দ ও শুকরিয়া। আমরা পেরেছি! ধন্যবাদ সকলকে এমন একটি কাজে সক্রিয় অংশ নেওয়ার জন্য। ইনসাআল্লাহ মহান আল্লাহ্ আমাদের সাথে আছেন, থাকবেন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss