Wednesday, October 7, 2015

শাহিন ভাই



শুধু এখন বলেই নয় সব সময়ই আমাদের কলোনির কারো সাথে চট্টগ্রাম এর বাইরে কোথাও দেখা হলে অন্যরকম এক আবেগ কাজ করত আমাদের মাঝে । 

তেমনই ৯১ সালে ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার জন্য কমলাপুর ষ্টেশন এ টিকেট করতে গিয়ে Reajul Islam Shahin ভাইয়ের সাথে আমার দেখা, উনি পরদিন সকালের জন্য টিকেট করেছেন, আমার আসার কথা পরদিন বিকালের ট্রেনে, কিন্তু শাহিন ভাইয়ের সাথে একসাথে আসার জন্য আমিও সকালের ট্রেনের টিকেট করেছি। পরে শাহিন ভাই সহ সেখান থেকে ইত্তেফাক অফিস সহ মতিঝিলের বিভিন্ন জায়গায় যাই (বেবাক বরিশাইল্যা আর বরিশাইল্যা বরতি আছেলো অইহানে)।

শাহিন ভাই ট্রেনে করে বরিশাল যেতে পারুক আর না পারুক আমাদের শাহিন ভাই কিন্তু পরদিন ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনেই এসেছে।

ভালো কথা, শাহিন ভাই কিন্তু আমাকে ওই দিন ট্রেনে নাস্তাও করিয়েছিলেন।

No comments:

Post a Comment

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss